West Bengal Weather Update : কনকনে ঠান্ডায় তোলপাড় বৃষ্টি! উত্তর-দক্ষিণে আবহাওয়ার বিরাট খেলা, রইল পূর্বাভাস
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
West Bengal Weather Update : এক ঝটকায় অনেকখানি পরিবর্তন হল তাপমাত্রার, আবহাওয়া নিয়ে বিরাট আপডেট হাওয়া অফিসের!
advertisement
1/8

*ফের রাজ্য জুড়ে শুরু হচ্ছে শীতের দ্বিতীয় ইনিংস। উত্তর-পশ্চিম কনকনে ঠাণ্ডা হাওয়া ঢুকতে আর বাধা নেই। তাই ক্রমশই নিম্নমুখীহচ্ছে তাপমাত্রার পারদ। দক্ষিণের অন্যান্য জেলার মতই জেলা পুরুলিয়ায় ঠান্ডার দাপট ক্রমশ বাড়ছে। প্রতিবেদনঃ শর্মিষ্ঠা ব্যানার্জি। ফাইল ছবি।
advertisement
2/8
*রাতের দিকে তাপমাত্রা পারদ অনেকখানি বেশি থাকছে। সারাদিনই বইছে শীতল বাতাস। ইতিমধ্যেই পুরুলিয়া জেলার জন্য শীত প্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ফাইল ছবি।
advertisement
3/8
*এ দিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ৭ ডিগ্ৰি সেলসিয়াস। এক ঝটকায় জেলা পুরুলিয়ায় অনেকখানি কমেছে তাপমাত্রার পারদ। ফাইল ছবি।
advertisement
4/8
*তীব্র শীতে কাবু হতে চলেছে দক্ষিণের জেলাগুলি। আগামী ১-২ দিনের মধ্যে হাড় কাঁপানো ঠান্ডায় জুবুথুবু হবে দক্ষিণবঙ্গ। চলতি সপ্তাহে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে এমনটাই পূর্বাভাস মিলেছে হাওয়া অফিস সূত্রে। ফাইল ছবি।
advertisement
5/8
*চলতি সপ্তাহে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আগামী ২-৩ দিনে বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি কমবে তাপমাত্রার পারদ। ফাইল ছবি।
advertisement
6/8
*উত্তরে জেলাগুলিতে তীব্র শীতের ইনিংস চলছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে কুয়াশার দাপট বাড়ছে ক্রমশ। আগামী দিনে তাপমাত্রার পারদ আরও খানিকটা কমার সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে। ফাইল ছবি।
advertisement
7/8
*দার্জিলিং ও সিকিমে বৃষ্টির পূর্বাভাস। তুষারপাতের সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। ফাইল ছবি।
advertisement
8/8
*এ বছর শীত দেরিতে প্রবেশ করলেও, শীতের দাপট যথেষ্ট রয়েছে গোটা রাজ্যেই। পৌষ সংক্রান্তির পূর্বে আরও এক দফা জমিয়ে ব্যাটিং করবে, শীত। আগামী কয়েকদিনে হুড়মুড়িয়ে কমতে চলেছে তাপমাত্রা। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update : কনকনে ঠান্ডায় তোলপাড় বৃষ্টি! উত্তর-দক্ষিণে আবহাওয়ার বিরাট খেলা, রইল পূর্বাভাস