West Bengal Weather|| আজ আকাশে জমছে মেঘ! কবে নামবে বৃষ্টি? নববর্ষের দিনে জানিয়ে দিল হাওয়া অফিস
- Published by:Shubhagata Dey
Last Updated:
West Bengal Weather: আজ বাংলা নববর্ষ। আবহাওয়া পুড়িয়ে দিচ্ছে রাজ্যের মানুষকে। আক আকাশ আংশিক মেঘলা থাকবে। কবে নামবে বৃষ্টি, জানুন পূর্বাভাস ...
advertisement
1/7

*শনিবার নববর্ষ। বাঙালির এমন শুভ দিনে শুধুই হা-হুতাশ আর অস্বস্তি। আবহাওয়া যেন পুড়িয়ে দিচ্ছে মুর্শিদাবাদকে। তীব্র তাপপ্রবাহের জেরে কার্যত নাজেহাল মুর্শিদাবাদের বাসিন্দারা। জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরেই থাকবে। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। ফাইল ছবি।
advertisement
2/7
*তীব্র তাপপ্রবাহের জেরে কার্যত নাজেহাল মুর্শিদাবাদের বাসিন্দারা। জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরেই থাকবে। ফাইল ছবি।
advertisement
3/7
*আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার মুর্শিদাবাদ জেলায় আকাশ থাকবে আংশিক মেঘলা। গায়ে জ্বালা ধরাবে গরম। অন্যদিন হাওয়া বইলেও, এ দিন গাছের পাতা থাকবে স্থির। তাতে হয়রানি আরও বাড়বে। ফাইল ছবি।
advertisement
4/7
*অন্যদিন হাওয়া বইলেও, এ দিন গাছের পাতা থাকবে স্থির। তাতে হয়রানি আরও বাড়বে। কিন্তু আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফাইল ছবি।
advertisement
5/7
*শনিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফাইল ছবি।
advertisement
6/7
*রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৩৯ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার ৪৮ শতাংশের মতোই থাকবে। ফাইল ছবি।
advertisement
7/7
*ফলে খুব প্রয়োজন ছাড়া দিনের বেলায় না বের হওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather|| আজ আকাশে জমছে মেঘ! কবে নামবে বৃষ্টি? নববর্ষের দিনে জানিয়ে দিল হাওয়া অফিস