West Bengal Weather Forecast|| ভারী-অতি ভারী বৃষ্টিতে কোন কোন জেলায় চরম বিপর্যয়ের আশঙ্কা? জানাল হাওয়া অফিস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal Weather News: সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের সব জেলা ভারী বৃষ্টিতে ভিজছে। বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।
advertisement
1/10

*সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থিত। বাংলাদেশের খুলনা ও বরিশালের মধ্যে এই নিম্নচাপের অবস্থান। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ঝাড়খন্ড হয়ে বিহারের দিকে সরে যাবে নিম্নচাপ। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ-বীরভূমের ওপর দিয়ে যাবে এই নিম্নচাপ। ফাইল ছবি।
advertisement
2/10
*বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের সব জেলা ভারী বৃষ্টিতে ভিজছে। বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, মেদিনীপুর, বাকুড়া, বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফাইল ছবি।
advertisement
3/10
*আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে নিম্নচাপটি। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই দুর্যোগ শুরু। ফাইল ছবি।
advertisement
4/10
*পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা সক্রিয় দক্ষিণবঙ্গে। পটনা, ধানবাদের ওপর দিয়ে বীরভূম হয়ে বাংলাদেশের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। যার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। ফাইল ছবি।
advertisement
5/10
*প্রবল বর্ষণের জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু নদীর জল স্তর বাড়তে পারে। কলকাতা-সহ বিভিন্ন পুরসভার এলাকাগুলিতে কিছু এলাকা জলমগ্ন হতে পারে। অন্যান্য জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে। কলকাতায় আজ আকাশ মেঘে ঢাকা। রাত থেকেই দফায় দফায় বৃষ্টিপাত চলছে। আজ দিনভর বৃষ্টি হবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
6/10
*বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ অংশে। এই তিন জেলার দু'এক জায়গায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। ফাইল ছবি।
advertisement
7/10
*ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলাগুলিতে। ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া এবং মুর্শিদাবাদে। ফাইল ছবি।
advertisement
8/10
*শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে। ফাইল ছবি।
advertisement
9/10
*সমুদ্র উত্তাল থাকার কারণে আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ফাইল ছবি।
advertisement
10/10
*কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৮০ শতাংশ। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Forecast|| ভারী-অতি ভারী বৃষ্টিতে কোন কোন জেলায় চরম বিপর্যয়ের আশঙ্কা? জানাল হাওয়া অফিস