South Bengal Weather Forecast: তুমুল ঝড়-বৃষ্টিতে তোলপাড়, দক্ষিণের 'এই' জেলাগুলিতে কমলা সতর্কতা জারি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Weather Forecast:বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।
advertisement
1/7

*রাজ্যের একাধিক জেলায় ক্রমশ বেড়েই চলেছে ঝড়-বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গ জুড়ে চলছে ঝড়-বৃষ্টি। দক্ষিণের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া জেলাতেও ঝড় বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়ছে। জেলার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। ক্রমশই কমছে তাপমাত্রার পারদ। প্রতীকী ছবি।
advertisement
2/7
*সোমবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। প্রতীকী ছবি।
advertisement
3/7
*তাপমাত্রার পারদ প্রায়শই ওঠানামা করছে পুরুলিয়ায়। তবে ঝড়বৃষ্টির পরিমাণ পুরুলিয়া জেলায় আগামী কয়েকদিনের মধ্যে আরও বাড়বে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। প্রতীকী ছবি।
advertisement
4/7
*দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেড়েই চলেছে ঝড়বৃষ্টির পরিমাণ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। প্রতীকী ছবি।
advertisement
5/7
*উত্তরবঙ্গের পাঁচ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে দেখা যাবে। প্রতীকী ছবি।
advertisement
6/7
*উত্তরে আরও বাড়বে বৃষ্টির পরিমান। মালদহ-সহ কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে। উত্তরের সমস্ত জেলাতেই মাঝারি-ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। প্রতীকী ছবি।
advertisement
7/7
*আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে রাজ্যে। ঝড়-বৃষ্টি যেন কোনওভাবেই কমতে চাইছে না। রাজ্যের একাধিক জেলাতে আগামী বেশ কিছুদিন ভারী বৃষ্টি সম্ভাবনা। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South Bengal Weather Forecast: তুমুল ঝড়-বৃষ্টিতে তোলপাড়, দক্ষিণের 'এই' জেলাগুলিতে কমলা সতর্কতা জারি