Today's Rain Alert|| হঠাৎ বদল আবহাওয়ায়, আকাশ ঢাকছে মেঘে, বেলা গড়ালেই কোন কোন জেলায় কাঁপিয়ে বৃষ্টি? জানুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Today's Rain Alert: সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, তবুও স্বস্তির নিঃশ্বাস ফেলছে সমগ্র বাঁকুড়া। জেলায় বৃষ্টির সম্ভাবনা...
advertisement
1/9

*উষ্ণতম শহরগুলির মধ্যে অন্যতম ছিল বাঁকুড়া। কিন্তু হুট করে হয়ে গেল আমূল পরিবর্তন। এই পরিবর্তনে রেহাই পেল সাধারণ মানুষ। বিনা মেঘেই স্বস্তি মিলছে বাঁকুড়া জেলায়। ফাইল ছবি।
advertisement
2/9
*প্রচন্ড দাবদাহ থেকে একপ্রকার ছুটি পেল সমগ্র জেলা। শুক্রবারের একাংশ থেকেই চরিত্র বদলেছে আবহাওয়ার, যা শনিবার কার্যত স্পষ্ট অনুভব করা যাচ্ছে। ফাইল ছবি।
advertisement
3/9
*সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
advertisement
4/9
*সাম্প্রতিক বাঁকুড়া জেলার আবহাওয়া অস্বাভাবিক গরমে পরিণত হয়েছিল, সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে গিয়েছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস এবং সংযোজিত হয়েছিল তাপপ্রবাহ। সব মিলিয়ে একপ্রকার গৃহবন্দি বাঁকুড়ার মানুষ। ফাইল ছবি।
advertisement
5/9
*বন্ধ হয়েছে তাপপ্রবাহ এবং তার সঙ্গে এক ধাক্কায় প্রায় ছয় থেকে ৭ ডিগ্রি কমে গেছে তাপমাত্রা। এ যেন অন্য বাঁকুড়া। প্রায় দুই সপ্তাহ ধরে চলে আসা সূর্যের অত্যাচার যেন অবশেষে শেষ হল। তবে কতদিন থাকবে এই আবহাওয়া? বৃষ্টিই বা আসবে কবে? ফাইল ছবি।
advertisement
6/9
*পূর্বাভাস অনুযায়ী আজ সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। আগামী সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টিপাত তার সঙ্গে অনেকটাই নিচে নামতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। এ দিন ৩৮ ডিগ্রি সেলসিয়া সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বলে জানা যাচ্ছে। ফাইল ছবি।
advertisement
7/9
*যদিও এই তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থেকেই অনেক বেশি তবুও স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাঁকুড়ার মানুষ কারণ বর্তমানে তাপমাত্রা ছুঁয়ে গিয়েছিল প্রায় ৪৫° সেলসিয়াস। ফাইল ছবি।
advertisement
8/9
*এ দিন সূর্যোদয় হয়েছে ভোর ৫ঃ১৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৬ঃ০৫ মিনিটে। অতি বেগুনি রশ্মির পরিমাণ অত্যন্ত বেশি থাকবে। উত্তর থেকে দক্ষিণে ৭ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে বাতাস। ফাইল ছবি।
advertisement
9/9
*বায়ুতে আর্দ্রতার পরিমাণ এখন উল্লেখযোগ্যভাবে বাড়েনি, আর্দ্রতা সূচক ছুঁয়েছে ৩৪ শতাংশ। এক প্রকার শুষ্ক গরমের মধ্যে দিয়ে যাচ্ছে বাঁকুড়া জেলা। বাঁকুড়ার বায়ুর গুণগতমান আজ মাঝারি রকমের দূষিত। বেলা বাড়লে এই সূচক পেরিয়ে যেতে পারে ১২০। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Today's Rain Alert|| হঠাৎ বদল আবহাওয়ায়, আকাশ ঢাকছে মেঘে, বেলা গড়ালেই কোন কোন জেলায় কাঁপিয়ে বৃষ্টি? জানুন