TRENDING:

West Bengal Weather: নবমী থেকেই বাড়বে বৃষ্টি! রবি-সোমে বড় দুর্যোগের ইঙ্গিত, রাজ্যের আবহাওয়া পূর্বাভাস...

Last Updated:
West Bengal Weather: ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা ঘোষণা করল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে বাড়বে বৃষ্টি।
advertisement
1/13
নবমী থেকেই বাড়বে বৃষ্টি! রবি-সোমে বড় দুর্যোগের ইঙ্গিত, রাজ্যের আবহাওয়া পূর্বাভাস
রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত। ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা ঘোষণা করল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে বাড়বে বৃষ্টি। আজ ও কাল রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। দশমীতে দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। Photo : Representative
advertisement
2/13
অন্যদিকে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে এবার। কলকাতার সংলগ্ন কিছু এলাকা ছাড়া বাকি অংশ থেকে বর্ষা বিদায় শুরু হয়ে গিয়েছে । বর্ষা-বিদায় রেখা নাগাল্যান্ডের কোহিমা থেকে অসমের শিলচর হয়ে বাংলার কৃষ্ণনগর এরপর ওড়িশা বারিপদা হয়ে ঔরঙ্গাবাদ পর্যন্ত বিস্তৃত।
advertisement
3/13
আগামী দুই দিনের মধ্যে তেলেঙ্গানা মিজোরাম ত্রিপুরা কর্ণাটক ও মহারাষ্ট্রের বাকি অংশ থেকেও বর্ষা বিদায় নেবে। ইতিমধ্যেই গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ছত্রিশগড় উড়িষ্যা পশ্চিমবঙ্গ আসাম সিকিম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর থেকে বর্ষা বিদায় নিয়েছে।
advertisement
4/13
পূর্ব-মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু উপকূলেও। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আন্দামান সাগরে। এই ঘূর্ণাবর্তটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি করবে। নিম্নচাপ তৈরি হয়ে সেটি ২৪ ঘন্টার মধ্যে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে অবস্থান করবে।
advertisement
5/13
নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলে শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৫০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগ পর্যন্ত।
advertisement
6/13
এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বাংলাতেও। আগামী কয়েকদিন মধ্য মহারাষ্ট্র কঙ্কন ও গোয়া কেরালা তামিলনাড়ু এবং কর্নাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
7/13
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে আজ।  বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকায় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিও বাড়বে।
advertisement
8/13
দক্ষিণবঙ্গের উপকূল এলাকাতে বৃষ্টি বেশি হবে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সামান্য বাড়বে। উপকূল ও সংলগ্ন জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
9/13
শুক্রবার উপকূল সংলগ্ন জেলাগুলিতে সর্বত্র হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। রবি ও সোমবারে ঝড় ও বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। রবিবারে  দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত।
advertisement
10/13
উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত পরিষ্কার আকাশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গ জুড়ে। রবি ও সোমবার এ ভারী বৃষ্টির সর্তকতা। উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
11/13
পুজোর আবহাওয়া। ★বৃহস্পতিবার 14 ই অক্টোবর : নবমীর দিন দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কিছুটা বাড়বে। কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই সাত জেলার কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা কম।
advertisement
12/13
★শুক্রবার ১৫ ই অক্টোবর : দশমীর দিন দক্ষিণবঙ্গ জুড়ে দিনভর দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪পরগনা এই সাত জেলার বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা বৃষ্টি।
advertisement
13/13
★শনিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টি বাড়বে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে রবি ও সোমবারে। দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। প্রভাবে প্রবল বৃষ্টি ও সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সর্তকতা থাকবে বেশ কয়েকটি জেলায়। সঙ্গে ৪০কিমি পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather: নবমী থেকেই বাড়বে বৃষ্টি! রবি-সোমে বড় দুর্যোগের ইঙ্গিত, রাজ্যের আবহাওয়া পূর্বাভাস...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল