West Bengal Weather Forecast: ফের আবহাওয়ার আমূল বদল, সকাল থেকে আকাশে মেঘে, ফের বৃষ্টি রাজ্যে? জানুন
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
West Bengal Weather Forecast : রাজ্যের জনপ্রিয় পর্যটন নগরীতে আবহাওয়ার উলটপূরাণ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে।
advertisement
1/10

*জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ার আবারও ভোলবদল। পশ্চিমী ঝঞ্ঝার জেরে মেঘলা আকাশ। সকালের দিকে কুয়াশায় মোড়া চারপাশ। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
advertisement
2/10
*প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। উত্তরবঙ্গে শীতের স্পেল জারি। ফাইল ছবি।
advertisement
3/10
*উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে শীত বিরাজমান। দিঘা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় স্বাভাবিক শীতের স্পেল ধাকা খেল পশ্চিমী ঝঞ্ঝার কারণে। ফাইল ছবি।
advertisement
4/10
*উপকূলবর্তী জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় দিনভর মেঘলা আকাশ। বৃহস্পতিবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। বৃহস্পতিবারের পর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় আবারও আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত। ফাইল ছবি।
advertisement
5/10
*দক্ষিণবঙ্গের কলকাতা, দিঘা, দুই চব্বিশ পরগণা-সহ সর্বত্র আবারও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীত বিরাজ করছে। ফাইল ছবি।
advertisement
6/10
*দিঘা-সহ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই ওপরে। হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী, আগামী দু'দিন আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। তবে চলতি সপ্তাহের উইকেন্ডের আগে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
7/10
*২৪ ঘণ্টায় জেলা তথা রাজ্যের জনপ্রিয় পর্যটননগরীতে আবহাওয়ার উলটপূরাণ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। শেষ ২৪ ঘণ্টার আবহাওয়া ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। ফাইল ছবি।
advertisement
8/10
*আজ অর্থাৎ ৮ জানুয়ারি সোমবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার মুডসুইং-এ আবারও শীত প্রবেশ ইঙ্গিত চলছে সপ্তাহের উইকন্ডে। ফাইল ছবি।
advertisement
9/10
*হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দিঘা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। বৃহস্পতিবারের পর তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে আবহাওয়ার স্টান্টবাজিতে নাজেহাল দক্ষিণ বঙ্গবাসী। ফাইল ছবি।
advertisement
10/10
*দিঘায় মনোরম আবহাওয়ায় পর্যটকের ভিড় ভালই উইকেন্ডে দিঘায় সকালের দিকে কুয়াশা এবং আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পৌষ সংক্রান্তির আগে তাপমাত্রার পারদ কমার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Forecast: ফের আবহাওয়ার আমূল বদল, সকাল থেকে আকাশে মেঘে, ফের বৃষ্টি রাজ্যে? জানুন