West Bengal Rain Forecast: টানা চারদিন বঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! তার মাঝেও রবিতে ৪ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা থাকছে, আবহাওয়ার জরুরি খবর
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Rain Forecast: আজ ও কাল, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিমের ৬ জেলায় তাপপ্রবাহের চরম সতর্কবার্তা থাকবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
advertisement
1/8

কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিনে তাপমাত্রার পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। তারপর থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে রবিবারের মধ্যে। সোম ও মঙ্গলবার আরও কিছুটা তাপমাত্রা নেমে গিয়ে স্বাভাবিকের কাছাকাছি হবে।
advertisement
2/8
আজ ও কাল, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিমের ৬ জেলায় তাপপ্রবাহের চরম সতর্কবার্তা থাকবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
advertisement
3/8
কলকাতা-সহ বাকি জেলাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে সব জেলাতেই। দু’এক জায়গায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি।
advertisement
4/8
রবিবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া এবং পশ্চিমের ৩-৪ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে রবিবার পর্যন্ত তাপপ্রবাহ।
advertisement
5/8
সোম এবং মঙ্গলবার ৬ ও ৭ মে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
6/8
শনিবার থেকে উপকূলে বৃষ্টি শুরু হবে। রবিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/8
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে। শনিবার ৪ মে থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই ৫ জেলায়।
advertisement
8/8
উত্তরবঙ্গে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহ থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। তারপরেও গরম ও অস্বস্তি থাকবে নীচের দিকে জেলাগুলিতে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Rain Forecast: টানা চারদিন বঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! তার মাঝেও রবিতে ৪ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা থাকছে, আবহাওয়ার জরুরি খবর