West Bengal Heavy Rain Alert : আচমকা পাল্টাবে আবহাওয়া! দু’ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি বাংলায়! ভ্যাপসা গরম সরিয়ে ভাসবে ৬ জেলা
- Published by:Teesta Barman
- local18
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Heavy Rain Alert : আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা।
advertisement
1/6

আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা।
advertisement
2/6
মিলবে খানিক স্বস্তি। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কতা জারি পশ্চিমবঙ্গে ৬টি জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ এবং কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আসবে বৃষ্টি। সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
3/6
উত্তরবঙ্গে চলতি সপ্তাহে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি। কখনও কখনও ভারী। তবে মোটের উপর দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ।
advertisement
4/6
দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। মঙ্গলবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে।
advertisement
5/6
অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পং-এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
advertisement
6/6
জলস্তর বাড়বে তিস্তা তোর্সা জলঢাকা সংকোষের মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Heavy Rain Alert : আচমকা পাল্টাবে আবহাওয়া! দু’ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি বাংলায়! ভ্যাপসা গরম সরিয়ে ভাসবে ৬ জেলা