TRENDING:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! মাটি হবে দীপাবলির আনন্দ? কলকাতা-সহ কোন জেলায় কেমন আবহাওয়া! জানুন লেটেস্ট আপডেট

Last Updated:
আজ সোমবার কালীপুজোর দিন এই ঘূর্ণিঝড়ের প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে ইতিমধ্যে বাংলার জেলায় জেলায় সতর্কতা জারি হয়েছে।
advertisement
1/10
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! মাটি হবে দীপাবলির আনন্দ? কলকাতা-সহ কোন জেলায় কেমন আবহাওয়া
বঙ্গোপসাগরে বাড়ছে সিত্রাং -এর দাপট। রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার। আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি রবিবারই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবার তা রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। সময় যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড়ের গতিপথ।
advertisement
2/10
আজ সোমবার কালীপুজোর দিন এই ঘূর্ণিঝড়ের প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় সিতরাং-এর প্রভাবে ইতিমধ্যে বাংলার জেলায় জেলায় সতর্কতা জারি হয়েছে।
advertisement
3/10
পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে? সিতারং-এর ল্যাজের ঝাপটা বঙ্গের একাধিক উপকূলে পড়বে। যার জেরে উত্তাল হবে সমুদ্র। আবহাওয়াবিদরা জানিয়েছেন ৬ ফুট উঁচু উঁচু সমুদ্রের ঢেউ হবে। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাবব পড়বে দক্ষিণবঙ্গের ৩ জেলায়। বেশি প্রভাব পড়বে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে রবিবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত। এরপর থেকে বাতাসের গতি ও বৃষ্টি দুটোই কমবে।
advertisement
4/10
অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে মঙ্গলবার সকালে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা আইল্যান্ড এবং সন্দীপের মাঝে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় সিতরাং।
advertisement
5/10
পশ্চিমবঙ্গে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায়, আংশিক প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশেও। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মাঝারি বৃষ্টি চলবে।
advertisement
6/10
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রবিবার ও সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে সোমবার এই দুই জেলায় ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ারও সর্তকতা থাকছে।
advertisement
7/10
পাশাপাশি আগামী সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও।
advertisement
8/10
মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী সোম ও মঙ্গলবার সমুদ্রের ৬ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের ও সতর্কতা থাকছে। এমনটাই গতকাল দিনের শেষ সাংবাদিক বৈঠকে জেনেছেন আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
advertisement
9/10
যদিও শেষ পর্যন্ত বাংলাদেশেই ল্যান্ডফল করছে সিতরাং। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার ভোরে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং। 
advertisement
10/10
এর প্রভাবে বাংলার উপকূল এলাকায় ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার ভোরে বাংলাদেশের তিনকোণা দ্বীপ ও সন্দীপের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! মাটি হবে দীপাবলির আনন্দ? কলকাতা-সহ কোন জেলায় কেমন আবহাওয়া! জানুন লেটেস্ট আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল