West Bengal Weather Alert: ফের ঘূর্ণিঝড়! প্রবল ভাবে ঘনীভূত হচ্ছে! শনি-রবিবার দক্ষিণবঙ্গ ঝড়বৃষ্টিতে কাঁপানোর সম্ভাবনা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Alert: দক্ষিণ তাইল্যান্ডে ঘনীভূত নিম্নচাপের জন্য আগামী শুক্র, শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে।
advertisement
1/5

ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি রাজ্যের আকাশে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরে নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আজ মঙ্গলবার আন্দামান সাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। বৃহস্পতিবার এর মধ্যে তা মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শক্তি সঞ্চয় করে তা উত্তর-পশ্চিম দিকে এগোবে।
advertisement
2/5
শনিবার ভোরে তা অন্ধ্র ও উড়িষ্যা উপকূলে পৌঁছবে। যার প্রভাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় শনি ও রবিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা ঝড়ো হাওয়া বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি বেশকিছু জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/5
এর মধ্যে ডিসেম্বরের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস শোনাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণ তাইল্যান্ডে ঘনীভূত নিম্নচাপের জন্য আগামী শুক্র, শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। ডিসেম্বরের প্রথম দু’দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হলেও পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা বাড়বে বলেও পূর্বাভাস।
advertisement
4/5
নিম্নচাপ দক্ষিণ তাইল্যান্ড সন্নিহিত অঞ্চল থেকে বুধবারের মধ্যে অন্দামান সাগরে অবস্থান করবে। পরে ধীরে ধীরে সেটি মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। ২ ডিসেম্বর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলের দিকে এগোবে বলে মনে করছেন আবহবিদরা। এর প্রভাবে শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
advertisement
5/5
শনিবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া-সহ ঝাড়গ্রামে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে দুই মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Alert: ফের ঘূর্ণিঝড়! প্রবল ভাবে ঘনীভূত হচ্ছে! শনি-রবিবার দক্ষিণবঙ্গ ঝড়বৃষ্টিতে কাঁপানোর সম্ভাবনা...