Gas Cylinder: দেগঙ্গাতে যা হল, গ্যাস সিলিন্ডার কেনার সময় সাবধান! গলগল করে কী বেরোল... আতঙ্ক চারদিকে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Gas Cylinder: গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে গ্যাস না বেরিয়ে বের হচ্ছে গলগাল করে জল। দেগঙ্গায় গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাসের বদলে জল, দেখে হতবাক স্থানীয়রা।
advertisement
1/5

গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে গ্যাস না বেরিয়ে বের হচ্ছে গলগাল করে জল। দেগঙ্গায় গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাসের বদলে জল, দেখে হতবাক স্থানীয়রা।
advertisement
2/5
রান্নার গ্যাসের দাম বাড়লেও গ্যাসের পরিবর্তে দেয়া হচ্ছে জল টাকা দিয়ে গ্যাস কিনে হয়রানির শিকার গৃহবধূ। দেগঙ্গা থানার কার্তিকপুর এলাকার ঘটনা।
advertisement
3/5
দিন চারেক আগে গ্যাস সিলেন্ডার বুক করার পর রান্না করছিলেন এক গৃহবধূ হঠাৎ দুপুরে রান্না করার সময় লক্ষ্য করে চুলো বন্ধ হয়ে গেছে নড়াচড়া করে দেখেন তখনও যথেষ্ট পরিমাণে গ্যাস রয়েছে কিন্তু আগুন বের হচ্ছে না।
advertisement
4/5
তারপরেই গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দেখা যায় কোন গ্যাস নেই পুরোটাই জলে ভর্তি সিলিন্ডার। কয়েকদিন আগে একটি গ্যাস সিলিন্ডার কেনেন, এদিন সকালে বাড়িতে রান্না করতে গিয়ে আচমকা গ্যাস বন্ধ হয়ে যায়।
advertisement
5/5
মিস্ত্রী এনে সিলিন্ডার মুখ খুলতেই হুহ করে বার হচ্ছে জল, সিলিন্ডার মধ্যে কোন গ্যাস নেই আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Gas Cylinder: দেগঙ্গাতে যা হল, গ্যাস সিলিন্ডার কেনার সময় সাবধান! গলগল করে কী বেরোল... আতঙ্ক চারদিকে