Jhargram Tourism news: বর্ষবরণের দিনটিকে বিশেষ করে তুলতে চান? চলে আসুন বেলপাহাড়ির এই জেলায়
- Reported by:Buddhadev Bera
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Jhargram Tourism news: বর্ষবরণের দিনটিকে আরও স্পেশাল করতে হলে পর্যটকদের চলে আসতে হবে বেলপাহাড়ির শীতল জলরাশির জলাধারে। দেখা যাবে পরিযায়ী পাখি। মুগ্ধ হয়ে যাবে মন।
advertisement
1/6

বর্ষবরণের ছুটিতে পাহাড়ে ঘেরা সবুজ শাল জঙ্গলের মধ্যে ছোট্ট জলরাশির ধারে সময় কাটানোর ইচ্ছে থাকলে সেরা ডিস্টিনেশন রয়েছে জঙ্গলমহলের এই ঠিকানা। মনোরম পরিবেশে সময় কাটানোর পাশাপাশি দেখা যাবে পরিযায়ী পাখিদের। স্পেশাল হয়ে উঠতে পারে বর্ষবরণের প্রথম দিনটি। পর্যটকদের চলে আসতে হবে এই জলাধারে।
advertisement
2/6
শীত পড়তেই বেড়াতে যাবার প্ল্যানিং থাকে অনেকের । চারিদিকে পাহাড়ে ঘেরা সবুজ শাল জঙ্গলের মধ্যে জলরাশির ছোঁয়ায় সপরিবারে বেড়ানোর পাশাপাশি পিকনিকের আনন্দে মেতে উঠতে চাইলে সেরা ডেস্টিনেশন হতে পারে জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম অরণ্য সুন্দরীর বেলপাহাড়ি। বেলপাহাড়ির খাঁদারানি লেক। শীতের সময় বাড়তি পাওনা হিসেবে পাওয়া যাবে পরিযায়ী পাখি দেখার সুযোগ।
advertisement
3/6
ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে রয়েছে খাঁদারানি লেক। বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ি রাস্তা ধরে কয়েক কিলোমিটার এগোলেই বাঁ দিকে চোখে পড়বে খাঁদারানী লেক যাওয়ার সাইনবোর্ড। লাল মোরাম রাস্তা ধরে পৌঁছে যাওয়া যাওয়া যাবে খাঁদারানিতে।
advertisement
4/6
পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করবে ঢেউ খেলানো পাহাড় ও সবুজ শাল জঙ্গল। আর তার মাঝেই রয়েছে পরিষ্কার স্বচ্ছ হালকা সবুজ রঙের জলরাশির ড্যাম। তার মধ্যে খেলা করে বেড়াচ্ছে পরিযায়ী পাখিরা।
advertisement
5/6
কলকাতা থেকে খুব একটা দূরে নয় কাছেই রয়েছে এই সেরা ডিস্টিনেশন। সবুজের বুক চিরে কালো পিচ রাস্তা ধরে পৌঁছে যাওয়া যেতে পারে কাঁদারানীতে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে আসতে হবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে বাস ধরে বেলপাহাড়ি। বেলপাহাড়ি থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যাবে খাঁদারানী। নিজস্ব গাড়ি হলে জার্নিটা আরও সহজ হতে পারে। সপরিবারে খাঁদারানী লেকে পিকনিক করার পাশাপাশি বেড়ানো যেতে পারে গাড়রাশিনি পাহাড়, লালজল গুহা। হাতে যদি সময় আরও বেশি থাকলে চট করে ঘুরে আসা যেতে পারে ঘাগরা জলপ্রপাত।
advertisement
6/6
এই শীতের মরশুমে বেড়ানোর পাশাপাশি সপরিবারে পিকনিক করার ইচ্ছা থাকলে তাঁদের জন্য সেরা ডেস্টিনেশন হতে পারে খাঁদারানী লেক।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jhargram Tourism news: বর্ষবরণের দিনটিকে বিশেষ করে তুলতে চান? চলে আসুন বেলপাহাড়ির এই জেলায়