West Bengal News: সিভিক ভলান্টিয়ারদের বেঁধে সোনার দোকানে ডাকাতি! কিন্তু সোনা-টাকার বদলে যা নিল জানলে শিউরে উঠবেন
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
West Bengal News: রাতে এলাকায় পাহারায় ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার। তাদের দুজনকে পিছমোড়া করে বেঁধে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল জলঙ্গীর ফরিদপুরের সোনার দোকানে। যদিও সোনা ও নগদ অর্থ রেখে গেল, কাগজ হৈ চৈ কাণ্ড মুর্শিদাবাদের জলঙ্গিতে।
advertisement
1/5

মুর্শিদাবাদ: রাতে এলাকায় পাহারায় ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার। তাদের দুজনকে পিছমোড়া করে বেঁধে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল জলঙ্গীর ফরিদপুরের সোনার দোকানে। যদিও সোনা ও নগদ অর্থ রেখে গেল, কাগজ হৈ চৈ কাণ্ড মুর্শিদাবাদের জলঙ্গিতে।
advertisement
2/5
জানা যায়, বুধবার গভীর রাতে ডাকাতরা সোনার দোকানে সাটারের তালা ভাঙে। আর সেই তালা ভাঙার আওয়াজ শুনতে পায় কর্তব্যরত দু'জন সিভিক ভলেন্টিয়ার। তারপরেই সিভিক ভলেন্টিয়ার লাইট মেরে দেখতে যায় সেখানে।
advertisement
3/5
তারপরেই ঘটে বিপত্তি, দুই সিভিক ভলেন্টিয়ারকে অস্ত্র দেখিয়ে বেঁধে রাখে এক জায়গায় এবং তারপরেই সাটার ভেঙে সোনার দোকান চুরি করে ডাকাতরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
advertisement
4/5
আরও জানা যায়, ডাকাতরা ডাকাতি করেছে কিন্তু ক্যাশ বাক্সের মধ্যে ছিল প্রায় ১৮ লক্ষ টাকা এবং সমস্ত সোনার গয়না সেখানে রয়েছে, কিছু নিয়ে যায়নি। শুধুমাত্র কাগজপত্র ছাড়াই কিছু সোনার গয়না নিয়ে গেছে বলে জানা গিয়েছে।
advertisement
5/5
স্থানীয় বাসিন্দারা জানান, "গতকাল রাতে হঠাৎই আওয়াজ পাই আমরা। পরে দেখি সিভিক ভলান্টিয়ারকে হাত পা বাঁধা আছে। সোনার দোকানে লুঠ করতে এসেছিল দুষ্কৃতীরা। তবে তালা, ভল্টের তালা ভাঙতে না পারার কারণেই নগদ অর্থ ও সোনা নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা। পুলিশকে বলব সঠিকভাবে তদন্ত করুক, এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাও দেখুক।"
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal News: সিভিক ভলান্টিয়ারদের বেঁধে সোনার দোকানে ডাকাতি! কিন্তু সোনা-টাকার বদলে যা নিল জানলে শিউরে উঠবেন