TRENDING:

West Bengal News: ভোট ময়দানে ননদ বৌদির লড়াই! সংসারের টক্কর এবার রাজনীতির মঞ্চে?

Last Updated:
West Bengal News: কাঁথি পৌরসভার একটি ওয়ার্ডে রাজ্যের দুই প্রধান পরস্পরবিরোধী রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপির হয়ে ভোট লড়ছে একই পরিবারের বৌদি ও ননদ।
advertisement
1/5
ভোট ময়দানে ননদ বৌদির লড়াই! সংসারের টক্কর এবার রাজনীতির মঞ্চে?
রাজনীতিতে দুই যুযুধান বিরোধী দলের লড়াইয়ে নেমেছে একই পরিবারের বৌদি ও ননদ। বাঙালির ঘরে ঘরে যদিও ননদ-বৌদির ঝগড়াঝাটি খুনসুটি, মুখোমুখি লড়াই এমন কি চুলোচুলিও নতুন কথা নয়। কিন্তু রাজনীতির মঞ্চে খুব একটা দেখা যায় না এমনটা। বাঙালির ঘরে ঘরে বৌদি ননদের অম্ল-মধুর সম্পর্কে কখনও চলে রেষারেষি আবার কখনও ভাব ভালোবাসার সম্পর্ক থাকে এই দুই নারীর মধ্যে। এবার এই পরিচিত দৃশ্য উঠে এল রাজনৈতিক ময়দানে।
advertisement
2/5
বৌদি ও ননদের লড়াই জমে উঠেছে কাঁথি পৌরসভার পৌর নির্বাচন। কাঁথি পৌরসভার একটি ওয়ার্ডে রাজ্যের দুই প্রধান পরস্পরবিরোধী রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপির হয়ে ভোট লড়ছে একই পরিবারের বৌদি ও ননদ। আসন্ন পৌর নির্বাচনে কাঁথি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড থেকে একই পরিবারের প্রার্থী হয়েছে বৌমা ও মেয়ে।
advertisement
3/5
পাল পরিবারের বৌমা শ্রাবণী পাল তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন। অপরদিকে প্রধান প্রতিপক্ষ তাঁরই ননদ অপর্ণা পাল বেরা বিজেপির থেকে টিকিট পেয়ে কুড়ি নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন। একই পরিবারের বৌমা ও ননদের মুখোমুখি রাজনৈতিক লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করছে কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
advertisement
4/5
সামনেই রাজ্যজুড়ে পৌর নির্বাচন। ২৭ ফেব্রুয়ারি ১০৮ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে ওই দিন। তমলুক ও এগরার পাশাপাশি নির্বাচন অনুষ্ঠিত হবে জেলার অন্যতম কাঁথি পৌরসভার। রাজ্য রাজনীতিতে কাঁথি পৌরসভার নির্বাচন নিয়ে মুখিয়ে আছে রাজনৈতিক বিশ্লেষক থেকে প্রতিটি দলের নেতাকর্মীরা। কেননা কাঁথি পৌরসভাকে বলা হয় অধিকারীর গড়। রাজ্যের বিরোধী দলনেতার বাড়ি এই কাঁথি পৌরসভার মধ্যেই।
advertisement
5/5
এরমধ্যেই কাঁথি পৌর নির্বাচনে নজর কেড়েছে কুড়ি নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে বৌদি ও ননদের রাজনৈতিক লড়াই এবারের নির্বাচনকে অন্য মাত্রা দিয়েছে। পারিবারিক সম্পর্ক থাকলেও রাজনৈতিক ময়দানে বৌদি কিংবা ননদ কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয়। জিততে মরিয়া দুই দলেরই প্রার্থী। দেওয়াল লেখা ও বাড়ি বাড়ি প্রচার চলছে। প্রসঙ্গত উল্লেখ্য এই কুড়ি নম্বর ওয়ার্ডের ৬৭৫ টি ভোটে বিধানসভা নির্বাচনে এগিয়ে ছিল বিজেপি প্রার্থী। সৈকত শ্রী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal News: ভোট ময়দানে ননদ বৌদির লড়াই! সংসারের টক্কর এবার রাজনীতির মঞ্চে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল