Royal Bengal Tiger Zinat: শেষ হল বাঘবন্দি খেলা? বাঘিনিকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি বন দফতরের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Royal Bengal Tiger Zinat: গত কয়েক দিন ধরেই বার বার উদ্যোগ নেওয়ার পরেও জিনাতকে বাগে আনতে পারেনি বন দফতর। এদিন সকাল থেকে তৎপর ছিল বন দফতর।
advertisement
1/5

রঞ্জিত সরকার, বাঁকুড়া: অবশেষে বাগে আসতে চলেছে বাঘিনি জিনাত? রানিবাঁধে ঘুমপাড়ানি গুলি করা হয়েছিল বাঘিনি জিনাতকে। সেই গুলি বাঘিনির গায়ে লেগেছে বলে মনে করা হচ্ছে।
advertisement
2/5
গত কয়েক দিন ধরেই বার বার উদ্যোগ নেওয়ার পরেও জিনাতকে বাগে আনতে পারেনি বন দফতর। এদিন সকাল থেকে তৎপর ছিল বন দফতর। সূত্রের খবর, ড্রোন উড়িয়ে বাঘিনিকে এদিনও দেখা যায়। দেখামাত্রই ঘুম পাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা। তবে গুলি গায়ে লেগেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রতীকী ছবি।
advertisement
3/5
শনিবার বাঁকুড়ার গোঁসাইডিহি গ্রামের খুবই কাছে এসে পড়েছিল বাঘিনি। জনবসতির কাছাকাছি আসতেই গ্রাম জুড়ে আতঙ্কের ছাপ। বাঘকে দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষ। প্রতীকী ছবি।
advertisement
4/5
আজ ভোরে গ্রামের প্রধান রাস্তা দিয়ে জিনাত গ্রাম লাগোয়া জঙ্গলে প্রবেশ করেছে বলে জানা গিয়েছে। গ্রামের রাস্তায় বাঘিনির পায়ের ছাপ দেখে বুঝতে পারেন স্থানীয়রা। প্রতীকী ছবি।
advertisement
5/5
পরে বন দফতর গ্রামে গিয়ে ট্র‍্যাকিং ডিভাইসের সাহায্যে বাঘিনির লোকেশান ট্র‍্যাক করতে সমর্থ হন। গ্রামের সীমানা ঘিরে ফেলা হয়েছে নাইলনের জালে। গোটা গ্রাম জুড়ে আতঙ্কের ছাপ স্পষ্ট। বাঘিনিকে ধরতে চূড়ান্ত তৎপর বন দফতর। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Royal Bengal Tiger Zinat: শেষ হল বাঘবন্দি খেলা? বাঘিনিকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি বন দফতরের