West Bengal Municipal Elections 2022: মিলে গেল তৃণমূল-সিপিএম-কংগ্রেস-বিজেপি! অবাক দৃশ্য কোন্নগরে, অশান্ত আরামবাগ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Municipal Elections 2022: ভোট যেমনই চলুক, ভোটের মধ্যে সৌজন্যের এই বার্তাই দিলেন কোন্নগরের ১৬ নম্বর ওয়ার্ডের ৪ প্রার্থী।
advertisement
1/6

#কোন্নগর: রাজ্যের ১০৮ পুরসভায় ভোট চলছে (West Bengal Municipal Elections 2022)। দিকে-দিকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে। কিন্তু তারই মাঝে সৌজন্যের চিত্র হুগলির কোন্নগরে। কোন্নগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল, সিপিএম, কংগ্রেস এবং বিজেপি প্রার্থীরা ভোটের মাঝে টিফিন করলেন একসঙ্গে। ভোট যেমনই চলুক, ভোটের মধ্যে সৌজন্যের এই বার্তাই দিলেন ১৬ নম্বর ওয়ার্ডের ৪ প্রার্থী।
advertisement
2/6
তৃণমূল প্রার্থী শুভাশিস চৌধুরী জানান, ভোট যেমনই হোক, সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। বিজেপি প্রার্থী মধ্যম কংসবণিক জানান, একসঙ্গে কাজ করার সুযোগ পেলে ভালই হবে।
advertisement
3/6
সিপিএমের প্রার্থী নব কুমার চট্টোপাধ্যায় জানান, ভোটের ফলাফল যাই হোক, ভোটের পরের দিন থেকে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে মানুষের উন্নয়নের জন্য।
advertisement
4/6
এদিকে, মুর্শিদাবাদেও সাতটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলার সাতটি পৌরসভার মধ্যে অন্যতম বহরমপুর পৌরসভা। সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বহরমপুর পৌরসভা এলাকা। বহরমপুর পৌরসভার কান্তনগর এলাকায় কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে ঘেরাও করে বিক্ষোভ দেখান বহরমপুর টাউন তৃণমূল সভাপতি তথা বহরমপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের নেতৃত্ব শাসক দলের কর্মীরা। অধীর চৌধুরী গাড়ি ঘিরে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা।
advertisement
5/6
অপরদিকে, আরামবাগ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মহিলাদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আবার, ১৪ নম্বার ওয়ার্ডের বামফ্রন্টের প্রার্থী গুরুপদ বেড়াকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথে ঢুকতে বাধা দেওয়ায় এলাকায় উত্তেজনা।
advertisement
6/6
আবার, আরামবাগ পৌরসভারই ১৯ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা ও নির্দল এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ১১ নম্বর ওয়ার্ডের সিপিআইএমের প্রার্থী সুশীল বারুই নিজের এজেন্টকে বাঁচাতে গেলে তাঁকে তৃনমূলের কর্মী-সমর্থকরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Elections 2022: মিলে গেল তৃণমূল-সিপিএম-কংগ্রেস-বিজেপি! অবাক দৃশ্য কোন্নগরে, অশান্ত আরামবাগ