East Bardhaman News: যাত্রার মঞ্চে পণপ্রথার বিরুদ্ধে লড়াই! বিবেক জাগরণে রাজ্যের মন্ত্রীর শিহরণ জাগানো অভিনয়, কুর্নিশ জানালেন সকলে
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
East Bardhaman News: পণপ্রথার মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ মন্ত্রীর। যাত্রাপালার মাধ্যমে পণপ্রথার বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা দিলেন রাজ্যের প্রাণী সম্পদ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ।
advertisement
1/5

পণপ্রথার মতো সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ মন্ত্রীর। যাত্রার মাধ্যমে পণপ্রথার বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা দিলেন রাজ্যের প্রাণী সম্পদ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/5
দক্ষিণ দামোদর এলাকার খণ্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের অধীন গুইর গ্রামীণ ও কৃষি মেলার তৃতীয় দিনে অনুষ্ঠিত যাত্রায় প্রতিবাদী চরিত্রে অভিনয় করতে দেখা গেল তাঁকে।
advertisement
3/5
যাত্রাপালার নাম ‘ঘুম কেড়েছে ফুল কুমারী’। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ প্রতিষ্ঠিত এস এন্টারপ্রাইজ প্রযোজিত এই যাত্রাটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন উৎপল রায়। সামাজিক বার্তাবাহী এই যাত্রার মাধ্যমে পণপ্রথার ভয়াবহ দিক তুলে ধরা হয় এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
advertisement
4/5
মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে মঞ্চে অভিনয় করেন অভিনেত্রী অনন্যা, যাত্রাজগতের এভারগ্রিন শিল্পী রুমা দাসগুপ্ত এবং অভিনেতা অমিত কান্তি ঘোষ। তাঁদের অভিনয় মন জয় করে নেয় দর্শকদের। এদিন যাত্রা দেখতে ভিড় জমান এলাকাবাসীরা পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়-সহ অন্যান্যরা।
advertisement
5/5
লোকসংস্কৃতির মাধ্যমে সামাজিক কুপ্রথার বিরুদ্ধে বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। পণপ্রথার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এমন সাংস্কৃতিক প্রয়াস সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ প্রশস্ত করবে বলেই মত আয়োজকদের। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: যাত্রার মঞ্চে পণপ্রথার বিরুদ্ধে লড়াই! বিবেক জাগরণে রাজ্যের মন্ত্রীর শিহরণ জাগানো অভিনয়, কুর্নিশ জানালেন সকলে