WB Winter Alert: হুড়মুড়িয়ে নামছে পারদ! ১০ ডিগ্রি ছুঁল তাপমাত্রা! পশ্চিমের জেলায় এবার শৈত্যপ্রবাহ? কলকাতায় কনকনে ঠান্ডা সপ্তাহান্তেই? আবহাওয়ার বড় খবর
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
WB Winter Alert: দক্ষিণবঙ্গ জুড়ে হাড় কাঁপান শীতের প্রভাব! শীতের প্রভাবে কাবু হচ্ছে দক্ষিণের জেলাগুলি। কুয়াশার প্রভাব অনেকটাই বেশি থাকছে দক্ষিণের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে।
advertisement
1/6

*ডিসেম্বরে শুরুতেই শীতের অনুভূতি হচ্ছে। শীতের প্রভাব রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। জেলা পুরুলিয়াতেও শীতের প্রভাব রয়েছে যথেষ্ট। ঘন কুয়াশায় ঢাকছে জেলার বিভিন্ন প্রান্ত। তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে বেশ খানিকটা। ফাইল ছবি।
advertisement
2/6
*এদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে ক্রমাগত পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। এক ঝটকায় অনেকখানি নিম্নমুখী হয়েছে তাপমাত্রার পারদ। ফাইল ছবি।
advertisement
3/6
*কুয়াশার প্রভাব থাকছে দক্ষিণের জেলাগুলিতে। শীতের প্রভাবে কাবু হচ্ছে দক্ষিণের জেলাগুলি। কুয়াশার প্রভাব অনেকটাই বেশি থাকছে দক্ষিণের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে। ফাইল ছবি।
advertisement
4/6
*তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। ঠান্ডার পাশাপাশি থাকবে কুয়াশার দাপট। সব জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরের জেলাগুলিতে শীতের প্রভাব দেখা দিয়েছে যথেষ্ট। ফাইল ছবি।
advertisement
5/6
*হাড় কাঁপান শীতে কাবু উত্তরবঙ্গ। ঘন কুয়াশা চাদরে ঢেকেছে উত্তরের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ-সহ সব জায়গায় ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপটও থাকবে অতিরিক্ত। শীতের দাপটও অনেকটাই থাকবে। ফাইল ছবি।
advertisement
6/6
*দক্ষিণবঙ্গে আপাতত শীতের দাপট শুরু হতে চলেছে। আগামী সাতদিন আবহাওয়া শুষ্ক থাকবে এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে পূর্বভাস মিলেছে। শীতের প্রভাব থাকছে দক্ষিণের সব জায়গাতে। জেলা পুরুলিয়াতে হাড় কাঁপান শীত পড়তে চলেছে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
WB Winter Alert: হুড়মুড়িয়ে নামছে পারদ! ১০ ডিগ্রি ছুঁল তাপমাত্রা! পশ্চিমের জেলায় এবার শৈত্যপ্রবাহ? কলকাতায় কনকনে ঠান্ডা সপ্তাহান্তেই? আবহাওয়ার বড় খবর