WB Winter Alert: দক্ষিণবঙ্গ জুড়ে হুহু করে নামছে পারদ! দার্জিলিংয়ের সমান কনকনে ঠান্ডা পুরুলিয়া, বাঁকুড়ায়! ১০ ডিগ্রির নিচে নামল পারদ? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
WB Winter Alert: হুহু করে নামছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ। ডিসেম্বরে শুরু থেকেই জাঁকিয়ে পড়েছে শীত। শীতের আমেজ চেটেপুটে উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসী।
advertisement
1/6

*পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: হুহু করে নামছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ। ডিসেম্বরে শুরু থেকেই জাঁকিয়ে পড়েছে শীত। শীতের আমেজ চেটেপুটে উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসী।
advertisement
2/6
*দক্ষিণের অন্যান্য জেলাগুলির পাশাপাশি জেলা পুরুলিয়াতেও শীতের প্রভাব দেখা দিয়েছে। সকাল থেকে কুয়াশা চাদরে ঢাকছে গোটা জেলা। বেলা বাড়তে রোদের দেখা মিলছে। ক্রমাগতই হচ্ছে আবহাওয়ার পরিবর্তন।
advertisement
3/6
*এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। রোজই আবহাওয়ার খামখেয়ালী রূপ দেখা যাচ্ছে।
advertisement
4/6
*দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণে জেলাগুলিতে শীতের আমেজ। সপ্তাহান্তে অনেকটাই নেমে যাবে পারদ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলাগুলিতে একধাক্কায় নিম্নমুখী তাপমাত্রা। সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/6
*প্রবল শীতের প্রভাব পড়েছে উত্তরে। সপ্তাহের শেষের দিকে উত্তরের জেলাগুলির তাপমাত্রা আরও নেমে যেতে পারে। দার্জিলিং ও কালিম্পং–এ অনেকটাই নেমে যাবে পারদ। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ উত্তরের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। কুয়াশার প্রভাবে সতর্কতা জারি রয়েছে উত্তরে।
advertisement
6/6
*আপাতত রাজ্যের আকাশ শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়ায় শীত বাড়বে। ঘন কুয়াশার চাদরে ঢাকবে দক্ষিণের জেলাগুলি। জেলা পুরুলিয়াতে শীতের প্রভাব বাড়বে ধীরে ধীরে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
WB Winter Alert: দক্ষিণবঙ্গ জুড়ে হুহু করে নামছে পারদ! দার্জিলিংয়ের সমান কনকনে ঠান্ডা পুরুলিয়া, বাঁকুড়ায়! ১০ ডিগ্রির নিচে নামল পারদ? জানুন