TRENDING:

Weather Update|| আজ থেকেই ভয়ঙ্কর 'লু' বইবে, একগুচ্ছ সতর্কতাবার্তা রাজ্যের, না মানলে বড় বিপদ

Last Updated:
Heatwave Alert: বুধবারেই বর্ধমানের তাপমাত্রা ৪০ ডিগ্রির পারদ ছুঁয়েছে। আসানসোল, পানাগড়, বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির একদম কাছাকাছি।
advertisement
1/8
আজ থেকেই ভয়ঙ্কর 'লু' বইবে, একগুচ্ছ সতর্কতাবার্তা রাজ্যের, না মানলে বড় বিপদ
*স্বস্তির তো কোনও নামই নেই, উল্টে দহন জ্বালায় ভুগছে গোটা বাংলা। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। প্রতিবেদনঃ নয়ন ঘোষ। ফাইল ছবি।  
advertisement
2/8
গতকাল বুধবারেই বর্ধমানের তাপমাত্রা ৪০ ডিগ্রির পারদ ছুঁয়েছে। আসানসোল, পানাগড়, বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির কাছাকাছি। আশঙ্কা, আগামী দুদিনে সেই তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে। ফাইল ছবি।  
advertisement
3/8
*তীব্র তাপপ্রবাহের মুখে পড়তে পারে দক্ষিণবঙ্গে ৬-৭ টি জেলা। তালিকায় রয়েছে দুটি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম। সব মিলিয়ে চৈত্রের শেষ চরম অস্বস্তিকর হয়ে উঠেছে বঙ্গবাসীর কাছে। ফাইল ছবি।  
advertisement
4/8
*হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বিগত দু-তিন দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বাড়ছে হু হু করে। উত্তরবঙ্গের মালদহ, দিনাজপুর, কোচবিহার-সহ বেশ কয়েকটি জেলাতেও তাপমাত্রা বেড়েছে অনেকটা। ফাইল ছবি।  
advertisement
5/8
*এ দিকে, বৈশাখ এসে গেলেও বিগত ১০ দিনে কালবৈশাখীর দেখা নেই বাংলা জুড়ে। একদিকে রয়েছে তীব্র গরম, সঙ্গে বেলা বাড়লেই লু বইছে চতুর্দিকে। একাধিক জেলাতে তীব্র তাপ প্রবাহের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে আবহাওয়া দফতর এবং রাজ্য সরকারের তরফ থেকে সাবধান বাণী দেওয়া হয়েছে এই গরমে নিজেকে রক্ষা করার জন্য। ফাইল ছবি।  
advertisement
6/8
*তীব্র এই গরমে সাধারণ মানুষকে সাবধান থাকতে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে বলা হয়েছে, তৃষ্ণার্তবোধ না করলেও বারবার জল খেতে হবে। রোদে বেরোনোর সময় ঢিলেঢালা হালকা রঙের পোশাক পড়তে হবে। মাথা ঢেকে রাখতে টুপি বা তোয়ালে দিয়ে। ফাইল ছবি।  
advertisement
7/8
*চটি বা জুতো ছাড়া রাস্তায় নামতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি ঘরে লেবু জলের মতো নানা রকম ঠাণ্ডা পানীয় খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত খাবারের জলের পরিমাণ বেশি অর্থাৎ তরমুজ, শসা এই ধরনের খাবার খেতে। ফাইল ছবি।  
advertisement
8/8
*প্রয়োজনীয় কৃষি কাজ সকাল এবং বিকেলের দিকে করতে হবে। বেলা ১১টা-৪টে পর্যন্ত বাইরে বেরোনোর ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। অসুস্থতা বোধ হলে তৎক্ষণাৎ চিকিৎসকের শরণাপন্ন হন। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update|| আজ থেকেই ভয়ঙ্কর 'লু' বইবে, একগুচ্ছ সতর্কতাবার্তা রাজ্যের, না মানলে বড় বিপদ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল