West Bengal Job: মোটা অঙ্কের বেতন, দারুণ কাজের সুযোগ পুরুলিয়ায়, ১৯ নভেম্বরের মধ্যে আবেদন করুন, রইল বিস্তারিত
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
West Bengal Job: ১৯ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে। এই পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ২১ নভেম্বর ইন্টারভিউ হবে। বেলা ১২টা থেকে শুরু হবে ইন্টারভিউ।
advertisement
1/6

*অনগ্রসর শ্রেণী ও আদিবাসী উন্নয়ন বিভাগের কর্মী নিয়োগ হতে চলেছে জেলা পুরুলিয়ায়। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি হয়েছে এই সংক্রান্ত বিষয়ে। চুক্তির ভিত্তিতে জেলার বিভিন্ন ব্লক ও পুরসভায় নিয়োগ করা হবে অ্যাডিশনাল ইনস্পেক্টর। প্রতিবেদনঃ শর্মিষ্ঠা ব্যানার্জি। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*প্রথম পর্যায়ে চুক্তির উপর নির্ভর করে কাজের মেয়াদ এক বছর নির্ধারিত করা হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে কাজের মেয়াদ বৃদ্ধি হতে পারে। এর জন্য প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*আগামী ১৯ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে। এই পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ২১ নভেম্বর ইন্টারভিউ হবে। বেলা ১২টা থেকে শুরু হবে ইন্টারভিউ। এই পদে আবেদন করতে পারবেন ইনস্পেক্টর/ এক্সটেনশন অফিসার/ ব্লক স্তরে হেড ক্লার্ক পদ বা অন্য পদ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*আগামী ২১-নভেম্বর ওয়াকিং ইন্টারভিউ হবে।আবেদনকারীকে ওইদিন সঠিক সময়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে। এর জন্য কোনও অ্যালাওয়েন্স দেওয়া হবে না। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে পুরুলিয়া জেলা প্রশাসনের ওয়েবসাইটে যেতে হবে। তার জন্য গুগল এ গিয়ে সার্চ করতে হবে purulia.gov.in। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ওই বিজ্ঞপ্তির মধ্যেই সবিস্তারে তথ্য এবং শর্তাবলি প্রযোজ্য রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা সীমার আয়তার মধ্যে থাকলে যুবক-যুবতী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রথমে চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও পরবর্তী সময়ে সরকারি নির্দেশিকা অনুসারে কাজের মেয়াদ বৃদ্ধি হতে পারে। ইচ্ছুক ব্যক্তিরা ১৯ নভেম্বরের মধ্যে আবেদন পত্র জমা করতে পারবেন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Job: মোটা অঙ্কের বেতন, দারুণ কাজের সুযোগ পুরুলিয়ায়, ১৯ নভেম্বরের মধ্যে আবেদন করুন, রইল বিস্তারিত