TRENDING:

West Bengal Cyclone Jawad Alert: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, সতর্কতায় গঙ্গাসাগর-সহ একাধিক অঞ্চলে শুরু মাইকিং

Last Updated:
গঙ্গাসাগরের বিভিন্ন নদী, ফেরিঘাট এলাকায় ঝড়ের সতর্কবার্তা মাইকিং এর মাধ্যমে প্রচার করতে দেখা গেল সাগর ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফে। এদিন গঙ্গাসাগর, কপিল মুণির মন্দির ও সমুদ্র সংলগ্ন এলাকায় মাইকিং করে ব্লক প্রশাসন
advertisement
1/6
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, সতর্কতায় গঙ্গাসাগর-সহ একাধিক অঞ্চলে শুরু মাইকিং
আসছে সাইক্লোন জাওয়াদ! প্রভাব পড়তে চলেছে এই রাজ্যেও। আগাম সতর্কতায়(West Bengal Cyclone Jawad Alert) নেওয়া হচ্ছে একাধিক ব্যবস্থা। তৎপরতা তুঙ্গে। গঙ্গাসাগরের বিভিন্ন নদী,ফেরিঘাট এলাকায় ঝড়ের সতর্কবার্তা মাইকিং এর মাধ্যমে প্রচার করতে দেখা গেল সাগর ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফে। এদিন গঙ্গাসাগর, কপিল মুণির মন্দির ও সমুদ্র সংলগ্ন এলাকায় মাইকিং করে ব্লক প্রশাসন। (West Bengal Cyclone Jawad Alert)
advertisement
2/6
কোস্টগার্ডের পক্ষ থেকে ওয়ারলেস মাইকিং চলছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে (West Bengal Cyclone Jawad Alert)! সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা এবং মাঝ সমুদ্রে থাকা ট্রলার-সহ মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দিয়ে মাইকিং চালাচ্ছে উপকুলরক্ষী বাহিনী।(West Bengal Cyclone Jawad Alert)
advertisement
3/6
ঘূর্ণিঝড়ের (West Bengal Cyclone Jawad Alert) কথা মাথায় রেখে ১২ টি জেলায় এনডিআরএফ মোতায়েন (NDRF Deployment) করা হবে। এখনও পর্যন্ত ৮-টি দল মোতায়েন করা হয়েছে। একটি দল কল্যাণী, একটি দীঘা, একটি কাকদ্বীপ, একটি সন্দেশখালি, একটি আরামবাগ, একটি খড়গপুর এবং দুটি টিম রয়েছে কলকাতায়। আগামিকালের মধ্যে এনডিআরএফ-এর আরও ৮-টি দল মোতায়েন করা হবে। (West Bengal Cyclone Jawad Alert)
advertisement
4/6
আজ, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পর্যটকদের আনাগোনা যাতে বন্ধ করা হয়, সেই নির্দেশ দিয়েছে নবান্ন (West Bengal Cyclone Jawad Alert)। জেলা আধিকারিকদের বলা হয়েছে, সাইক্লোন ফ্লাড শেল্টার ফিল্টারগুলি প্রস্তুত করে ফেলতে হবে ইভাকুয়েশনের জন্য। কৃষি দফতরকে জানানো হয়েছে যাতে ধান তোলার কাজ তাড়াতাড়ি করে ফেলা হয়। ব্যাপকভাবে প্রচার কর্মসূচী করতে হবে সাইক্লোনের আপৎকালীন ব্যবস্থা (NDRF Deployment) হিসেবে কি কি করা প্রয়োজন তা নিয়ে।
advertisement
5/6
নবান্ন সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে মোতায়েন করা হচ্ছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর। আজ বৃহস্পতিবার সন্ধ্যে ছটা থেকে সব জেলাশাসকদের সঙ্গে মুখ্যসচিব ভিডিও কনফারেন্স করবেন (West Bengal Cyclone Jawad Alert)। সাইক্লোনের কথা মাথায় রেখে আপৎকালীন প্রস্তুতি নিয়ে চর্চা হবে এই বৈঠকে এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে। জেলাশাসকদের সঙ্গে মুখ্য সচিবের এই ভিডিও কনফারেন্সের বৈঠকে থাকবে আর্মি ও।(West Bengal Cyclone Jawad Alert)
advertisement
6/6
কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টি এবং উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জাওয়াদের প্রভাবে উত্তাল হবে সমুদ্র। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা বর্তমানে সমুদ্রে রয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Cyclone Jawad Alert: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, সতর্কতায় গঙ্গাসাগর-সহ একাধিক অঞ্চলে শুরু মাইকিং
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল