নর্দমা থেকে ভেসে আসছিল ছোট্ট শিশুর কান্না! ছুটে যান বাসিন্দারা, ঘিঞ্জি বাজারে তারপর কী হল জানুন
- Reported by:Dipika Sarkar
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
ঘিঞ্জি জনবসতি এলাকায় নর্দমা থেকে শিশু কান্নার আওয়াজ শুনে হতভম্ব এলাকাবাসী। নর্দমায় খোঁজ করতেই মেলে প্ল্যাস্টিক ক্যারিব্যাগ।
advertisement
1/6

ঘিঞ্জি জনবসতি এলাকায় নর্দমা থেকে শিশু কান্নার আওয়াজ শুনে হতভম্ব এলাকাবাসী। নর্দমায় খোঁজ করতেই মেলে প্ল্যাস্টিক ক্যারিব্যাগ। ক্যারিব্যাগ নর্দমা থেকে তুলতেই ব্যাগের ভিতর দেখা যায় সাদা ফুটফুটে একটি সদ্যজাত শিশুসন্তান। শিশুর শরীর রক্তমাখা, নাভিতে তখনও জুড়ে আছে মায়ের নাড়ি। ( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
2/6
শিশুটি কাঁদতে থাকলে এলাকাবাসী তড়িঘড়ি পুলিশে খবর দেন। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ আসে। পুলিশ তড়িঘড়ি ওই শিশুসন্তানটিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। শিশুটির শারিরীক পরিস্থিতি অবনতি ঘটায় তার চিকিৎসা শুরু হয়েছে।( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
3/6
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুর্গাপুরের বেনাচিতি বাজারের শালবাগান এলাকায়। রাতের অন্ধকার গলির নর্দমার ভেতর থেকে হঠাৎ ভেসে আসে সদ্যজাত শিশুর করুণ কান্নার সুর। এলাকাবাসী তড়িঘড়ি নর্দমায় শিশুটির খোঁজ শুরু করেন। দৃশ্য দেখে কার্যত নিশ্চুপ হয়ে যান এলাকাবাসী।(ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
4/6
খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে শিশুটিকে নিয়ে গিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। আপাতত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের প্রশ্ন, কে এই ভাবে নর্দমার মধ্যে ফেলে গেল এই নিষ্পাপ প্রাণটিকে? পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। (ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
5/6
স্থানীয় বাসিন্দা অরুণ খারওয়া বলেন, "আমরা নর্দমা থেকে বারবার শিশুর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সন্দেহ হতেই নর্দমাতে খোঁজাখুঁজি করতেই একটি প্লাস্টিকের প্যাকেট মেলে। তাতে একটা সদ্যজাত পুত্র শিশু সন্তান ছিল।পুলিশে খবর দিলে পুলিশ নিয়ে যায় শিশুটিকে।" ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
6/6
আসানসোল - দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, "কে বা কারা শিশুসন্তানটিকে ফেলে গিয়েছে আমরা তদন্ত করে দেখছি। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে।" (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
নর্দমা থেকে ভেসে আসছিল ছোট্ট শিশুর কান্না! ছুটে যান বাসিন্দারা, ঘিঞ্জি বাজারে তারপর কী হল জানুন