TRENDING:

West Bardhaman News: আসানসোলের গর্ব! আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় জোড়া পদক জয় পৌষালীর, বিশ্বমঞ্চে উজ্জ্বল ভারতের নাম

Last Updated:
West Bardhaman News: পৌষালীর বাবা একজন বেসরকারি সংস্থায় কর্মরত, মা গৃহবধূ। ভাড়া বাড়িতে থেকে কোনও রকমে তাঁদের সংসার চলে। তবুও সেই মেয়ের অদম্য জেদ এনে দিয়েছে এই সাফল্য।
advertisement
1/6
আসানসোলের গর্ব! আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় জোড়া পদক জয় পৌষালীর
মালয়েশিয়ায় রুপো জিতল আসানসোলের মেয়ে। ষষ্ঠ শ্রেণির ছাত্রী পৌষালীর এই সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজন। জানা গিয়েছে, ১৩ এবং ১৪ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসনা স্পোর্টস ইন্টারন্যাশনালের এশিয়া প্যাসিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। (ছবি ও তথ্যঃ রিন্টু পাঁজা)
advertisement
2/6
সেখানে দু'টি ইভেন্টে দু'টি পদক জেতে আসানসোলের মেয়ে পৌষালী ধীবর। ট্র্যাডিশনাল প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে সিলভার ও এতিস্টিক প্রতিযোগিতায় তৃতীয় হয়ে ব্রোঞ্জ পেয়েছে সে।
advertisement
3/6
জানা গিয়েছে, গত কয়েক মাস আগে যারা জাতীয় স্তরে জয়ী হয়েছেন তাঁদের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার পাঁচ জন রয়েছে এবং এই পাঁচ জনের মধ্যেই রয়েছে পৌষালীর নাম।
advertisement
4/6
তাঁরাই আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। এই প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৩০টি দেশের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল। পৌষালী ধীবর আসানসোল গুরু নানক পল্লীর মেয়ে। আসানসোল মহিলা কল্যাণ গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
advertisement
5/6
পৌষালীর বাবা একজন বেসরকারি সংস্থায় কর্মরত, মা গৃহবধূ। ভাড়া বাড়িতে থেকে কোনও রকমে তাঁদের সংসার চলে। তবুও সেই মেয়ের অদম্য জেদ এনে দিয়েছে এই সাফল্য।
advertisement
6/6
পৌষালীর মা শিবানী ধীবর জানিয়েছেন, “পৌষালী আমার ছোট মেয়ে। ওঁর ভাল কিছু করার জেদ অনেক বেশি। পড়াশোনার পাশাপাশি যোগাসনের জন্য কঠোর পরিশ্রম করে। মেয়ের এই সাফল্যে আমরা খুশি।" পরিবারের পাশাপাশি তাঁর এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকাবাসী। (ছবি ও তথ্যঃ রিন্টু পাঁজা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: আসানসোলের গর্ব! আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় জোড়া পদক জয় পৌষালীর, বিশ্বমঞ্চে উজ্জ্বল ভারতের নাম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল