TRENDING:

ঘোর অন্ধকার, আকাশ কাঁপিয়ে ঝেঁপে আসছে বৃষ্টি! ৬ জেলায় 'দুর্যোগ' লাগাতার...কী হবে কলকাতায়? বড় আপডেট!

Last Updated:
Weekly Weather Update 26 July to 31st July সপ্তাহজুড়ে দাপট দেখাতে পারে মেঘ আর বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে সপ্তাহের মাঝামাঝি সময়ে। দেখে নিন আবহাওয়ার আপডেট।
advertisement
1/9
ঘোর অন্ধকার, আকাশ কাঁপিয়ে ঝেঁপে আসছে বৃষ্টি! ৬ জেলায় 'দুর্যোগ' লাগাতার...কী হবে কলকাতায়?
ফের ঝড়-বৃষ্টির সতর্কতা, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে ৬ জেলায় দমকা হাওয়ার আশঙ্কা ! আগামী দু’তিন ঘণ্টার মধ্যেই রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হতে পারে—এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/9
দুই দফায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মোট ৬টি জেলায়। প্রথমত, হাওড়া, পূর্ব মেদিনীপুর, এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
advertisement
3/9
অন্য দিকে, হুগলি, নদীয়া, এবং উত্তর ২৪ পরগনা জেলাতেও একই রকম আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এখানেও বজ্রবিদ্যুৎসহ ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সকলকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
4/9
নিম্নচাপ সরে উত্তর ছত্রিশগড়ে। আগামীকাল আরও সরে পূর্ব মধ্যপ্রদেশে চলে যাবে। শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।  তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে বঙ্গে।
advertisement
5/9
মৌসুমী অবস্থান: মৌসুমী অক্ষরেখা বর্তমানে ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া ও কাঁথি হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষা।
advertisement
6/9
নিম্নচাপ ও মৎস্যজীবীদের সতর্কতা: নিম্নচাপ সরে যাওয়ায় আপাতত সমুদ্র পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বে মঙ্গলবার পর্যন্ত এই সতর্কতা ছিল।
advertisement
7/9
বর্ষার প্রবাহ (Monsoon Flow): বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। এর প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, তবে বৃহস্পতিবার থেকে কমার সম্ভাবনা।
advertisement
8/9
দক্ষিণবঙ্গের বৃষ্টি ক্যালেন্ডার: 🔹 শনিবার (আজ): পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। 🔹 রবিবার: ভারী বৃষ্টির আশঙ্কা কম, তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। 🔹 সোমবার: ভারী বৃষ্টি সম্ভাব্য জেলাগুলি—পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। 🔹 মঙ্গলবার: নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 🔹 বুধবার: বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। 🔹 বৃহস্পতিবার: বৃষ্টির পরিমাণ কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
9/9
উত্তরবঙ্গের পূর্বাভাস: 🔸 শনিবার (আজ): কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 🔸 রবিবার: আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। 🔸 সোমবার: কালিম্পং, মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। 🔸 মঙ্গলবার ও বুধবার: বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 🔸 বৃহস্পতিবার: আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। 🔸 শুক্রবার: উত্তরবঙ্গের ‘পাঁচ রত্ন’—দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি—সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ঘোর অন্ধকার, আকাশ কাঁপিয়ে ঝেঁপে আসছে বৃষ্টি! ৬ জেলায় 'দুর্যোগ' লাগাতার...কী হবে কলকাতায়? বড় আপডেট!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল