Weekend Trip: কাঠখড় পুড়িয়ে আর উত্তরবঙ্গ নাই বা পাড়ি দিলেন, কলকাতার কাছেই ‘এই’ জায়গা এখন দারুণ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Weekend Trip: শীত উপভোগ করতে পাহাড় যেতে চান? ঘুরে আসুন অযোধ্যা পাহাড় কম খরচে দার্জিলিং এর থেকে কোনও অংশে কম হবে না উপভোগ
advertisement
1/6

বিগত কয়েকদিনে কুয়াশার দাপট বেড়েছে পুরুলিয়া জেলায়। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে সমগ্র অযোধ্যা পাহাড়। কুয়াশার দাপট এতখানি রয়েছে দেখে বোঝা যায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় নাকি দার্জিলিং-কালিম্পং।
advertisement
2/6
দু-দিনের ছুটিতে কাছে পিঠে বেড়ানোর সেরা ঠিকানা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। এই শীতের মৌসুমে অযোধ্যা পাহাড়ের চিত্রটা ভীষণ মনোরম থাকে। তাই বহু পর্যটক অযোধ্যা পাহাড়ে শীতে বেড়াতে আসেন।
advertisement
3/6
তবে এবারের এই শীতে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে এলে মনে হবে যেন দার্জিলিং , কালিম্পং বা সিমলা চলে এসেছেন। অযোধ্যা পাহাড়ের তাপমাত্রা পাল্লা দিচ্ছে দার্জিলিংকে।
advertisement
4/6
অযোধ্যা পাহাড়ে তাপমাত্রার পারদ অনেকখানি কম রয়েছে। তার উপর রয়েছে উত্তরে হাওয়ার দাপট। তাই এই তীব্র শীত ও কুয়াশার মাঝে পাহাড়ের স্বাদ চেটেপুটে উপভোগ করছেন পর্যটকেরা।
advertisement
5/6
বেশ অনেক বছর পর এতখানি তীব্র ঠাণ্ডা পড়েছে অযোধ্যা পাহাড়ে। যা দেখে শহরতলীর বাসিন্দারাও বলছেন , এ যেন অযোধ্যা পাহাড় নয় দার্জিলিং বা সিমলা।
advertisement
6/6
তাই কম খরচে ও কম সময়ে দার্জিলিং এর মত শীত উপভোগ করতে হলে চটপট চলে আসুন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। এই শীতে যেন অন্যরকম রূপে সেজে উঠেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weekend Trip: কাঠখড় পুড়িয়ে আর উত্তরবঙ্গ নাই বা পাড়ি দিলেন, কলকাতার কাছেই ‘এই’ জায়গা এখন দারুণ