TRENDING:

Weekend Cold Weather Alert: রাত পোহালেই তাপমাত্রার ঝটপট পতন, শীত এখনই না হলেও ঠান্ডার অনুভূতি উত্তর থেকে দক্ষিণের জেলায়-জেলায়

Last Updated:
Weekend Cold Weather Alert: এখনও অপেক্ষা, শীতের আগমন নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের!
advertisement
1/6
রাত পোহালেই তাপমাত্রার ঝটপট পতন, শীত এখনই না হলেও ঠান্ডার অনুভূতি
পুরুলিয়া : নভেম্বরেও কড়া শীতের দেখা নেই। ভোরবেলা ও রাতের দিকে হালকা ঠান্ডার অনুভূতি হলেও জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি আছে। তবে উইকএন্ডে দ্রুত নামবে সর্বনিম্ন তাপমাত্রা৷  জেলা পুরুলিয়াতেও হালকা শীত অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়তেই গুমোট গরম। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে যাবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে৷ এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷
advertisement
2/6
আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করলেও, দক্ষিণে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণের জেলায় জেলায় তাপমাত্রা নামতে শুরু করেছে। যদিও শহর কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না।
advertisement
3/6
অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরেও। সপ্তাহান্তে আরও নামতে পারে তাপমাত্রা। উত্তরে জাঁকিয়ে শীত পড়তে খুব বেশি দেরি নেই।
advertisement
4/6
উত্তর পশ্চিম ভারত থেকে ক্রমাগত পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। আবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সরে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার অভিমুখ বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় রয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
advertisement
5/6
একাধিক জেলায় দ্রুতই রাতের তাপমাত্রা নামবে৷ তাই শীতবস্ত্র ও হালকা চাদর প্রয়োজন হবে৷ আইএমডি ওয়েদার আপডেটে শীতের আসার কোনও তারিখ অবশ্য এখনও বলা হয়নি৷
advertisement
6/6
ফলত তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে। গোটা সপ্তাহে তাপমাত্রা একই রকম থাকবে। পাকাপাকি ভাবে শীত আসতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বঙ্গবাসীদের। নভেম্বরে ও সেভাবে মিলছে না শীতের দেখা। ভোরবেলা ও রাতের দিকে হালকা ঠান্ডার অনুভূতি হচ্ছে। জেলা পুরুলিয়াতেও হালকা শীত অনুভূত হচ্ছে। Input -Sharmistha Banerjee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weekend Cold Weather Alert: রাত পোহালেই তাপমাত্রার ঝটপট পতন, শীত এখনই না হলেও ঠান্ডার অনুভূতি উত্তর থেকে দক্ষিণের জেলায়-জেলায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল