Weather Updates: বহরমপুরে কালবৈশাখীর ব্যাপক তাণ্ডব! জখম তিন! মুহূর্তের মধ্যে ভয়াবহ ঝড়
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Weather Updates: বহরমপুরে হঠাৎ করেই বদলে গেল আবহাওয়া! কালবৈশাখীর তাণ্ডবে ভয়াবহ দশা! জানুন
advertisement
1/5

গরমের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ভোট পর্ব মিটতেই অবশেষে হঠাৎই বহরমপুরের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর তাণ্ডব। মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুরে বিভিন্ন এলাকাতে এই কালবৈশাখীর তাণ্ডব দেখা যায়।
advertisement
2/5
কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপর কালবৈশাখী তাণ্ডবের জেরে নাজেহাল হল সাধারণ মানুষ। সেই তাণ্ডবের জেরে কান্দির মহলন্দী এলাকাতে গাছ ভেঙে পড়ে বিপত্তি। ফলে গুরুত্বপূর্ণ কান্দি বহরমপুর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে প্রায় দু'ঘণ্টা।
advertisement
3/5
জানা যায়, এমন পরিস্থিতি হয় যে মহলন্দী কলোনি এলাকায় গাছ ভেঙে পড়ার ঘটনায়, ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী কর্মীরা। প্রায় দু'ঘণ্টা ধরে বন্ধ থাকে রাজ্য সড়ক।
advertisement
4/5
কালবৈশাখীর এই দাপটের ফলে আহত হয়েছেন তিনজন বলে জানা গিয়েছে। একজন মোটরবাইক আরোহীর উপরে ভেঙে পড়ে গাছ। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে এখন চিকিৎসা চলছে, ওই ব্যক্তির।
advertisement
5/5
যদিও কয়েক দিন ধরে টানা চলতে থাকা দহন জ্বালার পর বৃষ্টি নামতেই যেন স্বস্তি এলাকাবাসীর। তবে ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া গাছটি কেটে দ্রুত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। (তথ্য: কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Updates: বহরমপুরে কালবৈশাখীর ব্যাপক তাণ্ডব! জখম তিন! মুহূর্তের মধ্যে ভয়াবহ ঝড়