Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিরাট বদল আবহাওয়ায়! ফিরেছে শীত, বৃষ্টি হবে কি?
- Reported by:SAIKAT SHEE
- hyperlocal
Last Updated:
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী নতুন করে পশ্চিম পশ্চিমী ঝঞ্ঝা, প্রবেশ করায় আবহাওয়ার মানচিত্র অনেকটাই বদলে যাবে। চলতি মাসের ১৭ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে বিভিন্ন রাজ্যে।
advertisement
1/7

আবহাওয়ার মুড স্যুইং-এ আবারও শীতের আমেজ জেলায় জেলায়। সপ্তাহের শেষে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই শীতের মেজাজ। শীতের এই মেজাজ দুদিন পর্যন্ত বজায় থাকবে। অর্থাৎ মরশুমের শেষে আবার ফিরে এল শীত। তবে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী হাওয়ায় আগামী সপ্তাহ থেকে শীতের কার্যত বিদায় ঘটবে।
advertisement
2/7
আগামী দুইদিন সকালের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বর্তমান।
advertisement
3/7
অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা ভারতবর্ষে প্রবেশ করছে ফলে আবারও বদলাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মেদিনীপুর সর্বত্রই শীতের আমেজ নতুন করে।
advertisement
4/7
দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই অনেকটাই কিছুটা কমেছে তাপমাত্রা। রাতের দিকে তাপমাত্রার পারদ নিম্নমুখী। জেলায় জেলায় বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা নেমেছে। রবিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে। সোমবার থেকেই দক্ষিণা বাতাসে পারদ উর্ধ্বমুখী হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও সোমবার থেকে আবহাওয়া বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/7
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘন্টা দিঘার আবহাওয়া ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি শনিবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
advertisement
6/7
দিঘার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার দিঘা পাশাপাশি তমলুক, হলদিয়া, কাঁথি এগরা সর্বত্রই শীতের আমেজ। শনিবারের পাশাপাশি রবিবারও সকালবেলায় কুয়াশা তারপর পরিষ্কার আকাশ থাকবে।
advertisement
7/7
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী নতুন করে পশ্চিম পশ্চিমী ঝঞ্ঝা, প্রবেশ করায় আবহাওয়ার মানচিত্র অনেকটাই বদলে যাবে। চলতি মাসের ১৭ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে বিভিন্ন রাজ্যে। যার কারণে আবারও আবহাওয়ার ভোল বদল ঘটবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিরাট বদল আবহাওয়ায়! ফিরেছে শীত, বৃষ্টি হবে কি?