কৌশিকী অমাবস্যায় নিম্নচাপের প্রবল দুর্যোগ! বিপর্যস্ত উপকূলীয় এলাকা, জানুন আবহাওয়ার হালহকিকত
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
কৌশিকী অমাবস্যা ও নিম্নচাপের জোড়া ফলায় বিপর্যস্ত উপকূলীয় এলাকা। ভারী বৃষ্টিপাতের সঙ্গে সমুদ্র ও নদীর উত্তাল ঢেউ ক্রমশ বাড়ছে।
advertisement
1/6

<strong>কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক:</strong> কৌশিকী অমাবস্যা ও নিম্নচাপের জোড়া ফলায় বিপর্যস্ত উপকূলীয় এলাকা। ভারী বৃষ্টিপাতের সঙ্গে সমুদ্র ও নদীর উত্তাল ঢেউ ক্রমশ বাড়ছে। আকাশ অন্ধকার করে রয়েছে।
advertisement
2/6
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে। ফলে শনিবার পর্যন্ত সমুদ্রের এই অংশে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
3/6
উপকূলে দুর্যোগের আশঙ্কায় মাইক নিয়ে চলছে প্রচার। মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে গোবর্ধনপুর কোস্টাল থানা ও গঙ্গাসাগর কোস্টাল থানার পক্ষ থেকে এ নিয়ে প্রচার করা হয়েছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
4/6
এই মুহূর্তে জেলায় দেখা দিয়েছে প্রবল দুর্যোগের ঘনঘটা। আকাশ কালো হয়ে রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসগারের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়ে দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
5/6
নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র। বৃহস্পতিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে হারাধন ময়রা জানিয়েছেন, বারবার এই অবস্থার ফলে খুবই ক্ষতির সম্ভাবনা তৈরি হচ্ছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
6/6
তিনি আরও বলেন, ট্রলার তেল ভরে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য ঘাট ছেড়ে যাচ্ছে। কিন্তু আবহাওয়া খারাপের কারণে ফিরে আসতে হচ্ছে। মাছ ধরতে পারছে না। যার ফলে সমস্যা হচ্ছে। এখন এই সমস্যার সমাধান হলে খুব ভাল হয়। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
কৌশিকী অমাবস্যায় নিম্নচাপের প্রবল দুর্যোগ! বিপর্যস্ত উপকূলীয় এলাকা, জানুন আবহাওয়ার হালহকিকত