TRENDING:

Weather Update: বর্ষা এলেও অধরা বৃষ্টি! ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নামবে কবে? দক্ষিণবঙ্গবাসীর প্রতীক্ষার অবসান হবে এইদিন, জানিয়ে দিল হাওয়া অফিস

Last Updated:
South Bengal weather Update: বহু প্রতীক্ষার পর বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে। কিন্তু বৃষ্টির দেখা নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও মুষলধারে বৃষ্টির এখনও দেখা মেলেনি। তবে এবার সুখবর দিল হাওয়া অফিস। জানা গেল ঠিক কবে থেকে শুরু হবে বর্ষার টানা বৃষ্টি।
advertisement
1/10
ঝমঝম করে মুষলধারে চলবে টানা বৃষ্টি! দক্ষিণবঙ্গবাসীর প্রতীক্ষার অবসান হবে কবে?
বহু প্রতীক্ষার পর বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে। কিন্তু বৃষ্টির দেখা নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও মুষলধারে বৃষ্টির এখনও দেখা মেলেনি। তবে এবার সুখবর দিল হাওয়া অফিস। জানা গেল ঠিক কবে থেকে শুরু হবে বর্ষার টানা বৃষ্টি।
advertisement
2/10
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসের শুরুতে বৃষ্টির খরা কাটতে চলেছে দক্ষিণবঙ্গে। জুনের শেষ ও জুলাই মাসের শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। এমনই সম্ভাবনা দেখছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
advertisement
3/10
দেরিতে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। বর্ষা এলেও বৃষ্টি না হওয়ায় জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। জুন মাসের শেষ ও জুলাইয়ের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে তার প্রভাবেই বাড়তে পারে বৃষ্টি।
advertisement
4/10
দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতে আসা এবং সেভাবে কোনও সিস্টেম না থাকায় বৃষ্টিতে ঘাটতির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এই পর্যন্ত বৃষ্টির ঘাটতি ৭২ শতাংশ।
advertisement
5/10
বিভিন্ন জেলায় ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বৃষ্টির ঘাটতি। কলকাতাতে ৮৬ শতাংশ মুর্শিদাবাদে ৮৪ শতাংশ এবং উত্তর চব্বিশ পরগনায় ৭৯ শতাংশ বৃষ্টির ঘাটতি।
advertisement
6/10
উত্তরবঙ্গে ৬৪% অতিরিক্ত বৃষ্টি হয়েছে। যদিও মালদাতে বৃষ্টির ঘাটতি রয়েছে ৭৭ শতাংশ। অতিরিক্ত বৃষ্টি হয়েছে বেশি আলিপুরদুয়ারে ৯৪% এবং কোচবিহারে ১৫৯ শতাংশ।
advertisement
7/10
রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে যেটি উত্তরবঙ্গের উপর দিয়ে রয়েছে। উত্তরপূর্ব এবং পূর্ববর্তী বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত্য রয়েছে এর প্রভাব বাড়তে পারে নিম্নচাপে পরিণত হতে পারে।
advertisement
8/10
মঙ্গলবার থেকে পশ্চিমের জেলায় বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে।
advertisement
9/10
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জুন মাসের শেষ দুই তিন দিন এবং জুলাই মাসের শুরুতে ওয়াইড স্প্রেইড রেইন। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
advertisement
10/10
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েক দিন। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: বর্ষা এলেও অধরা বৃষ্টি! ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নামবে কবে? দক্ষিণবঙ্গবাসীর প্রতীক্ষার অবসান হবে এইদিন, জানিয়ে দিল হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল