Weather Update: সাগর থেকে হু হু করে ঢুকবে জলীয় বাস্প! কবে থেকে ঝড়বৃষ্টি বাড়বে বাংলায়? সপ্তাহান্তে কেমন থাকবে ওয়েদার? বড় আপডেট দিল হাওয়া অফিস
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Weather Update: অন্ধ্রপ্রদেশের ঘূর্ণাবর্ত দক্ষিণ ওড়িশার ওপর অবস্থান করছে। এর প্রভাবে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে।
advertisement
1/6

অন্ধ্রপ্রদেশের ঘূর্ণাবর্ত দক্ষিণ ওড়িশার ওপর অবস্থান করছে। এর প্রভাবে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। বাতাসের এই গতি পরিবর্তন এবং জলীয়বাষ্পের কারণেই ঝড়বৃষ্টি বাড়বে বাংলাতে।
advertisement
2/6
বৃহস্পতি এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। বৃষ্টি পড়লে সাময়িক স্বস্তি। গরম ও অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা শনি ও রবিবার বাড়বে। রবিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। (Photo Courtesy- AP)
advertisement
3/6
সোমবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
advertisement
4/6
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সপ্তাহান্তে শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। আগামী সপ্তাহের শুরুতে সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে।
advertisement
5/6
উত্তরবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতে। ফাইল ছবি।
advertisement
6/6
শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার ভারীবৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: সাগর থেকে হু হু করে ঢুকবে জলীয় বাস্প! কবে থেকে ঝড়বৃষ্টি বাড়বে বাংলায়? সপ্তাহান্তে কেমন থাকবে ওয়েদার? বড় আপডেট দিল হাওয়া অফিস