Weather Update: ছাতা রাখুন সঙ্গে...কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে তোলপাড় কলকাতা-সহ দক্ষিণের ৫ জেলা! নিম্নচাপের ফাঁড়া কাটবে কবে?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Update:আগামী এক থেকে দু'ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা-সহ মোট ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/8

দুর্গাপুজো কাটলেও বিদায় নিচ্ছে না অকাল বৃষ্টি। রাজ্যের একাধিক জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ বাড়াচ্ছে চিন্তা। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
advertisement
2/8
আগামী এক থেকে দু'ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের মোট ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
3/8
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আসতে চলেছে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে। সেইসঙ্গে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে।
advertisement
4/8
পাশাপাশি, ঝেঁপে বৃষ্টি আসছে কলকাতাতেও। সেইসঙ্গেই হুগলি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা।
advertisement
5/8
নিম্নচাপ কাটছে না বঙ্গোপসাগর থেকে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
advertisement
6/8
দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/8
উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।
advertisement
8/8
শুক্রবার রাতের মধ্যে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। দেড় মিটার পর্যন্ত বাড়তে পারে ঢেউয়ের উচ্চতা। সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: ছাতা রাখুন সঙ্গে...কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে তোলপাড় কলকাতা-সহ দক্ষিণের ৫ জেলা! নিম্নচাপের ফাঁড়া কাটবে কবে?