Rainfall and Thunderstorm: এখুন ঝেঁপে আসছে বৃষ্টি, উঠবে ঝড়! ঠাকুর দেখতে যাওয়ার আগে সঙ্গে রাখুন ছাতা, ২ জেলায় তাণ্ডবের পূর্বাভাস দিল হাওয়া অফিস
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Rainfall and Thunderstorm: শনিবারেই বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে, তা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। রাজ্যে পঞ্চমী থেকেই দুর্যোগের সম্ভাবনা।
advertisement
1/7

পুজোচলাকালীন বিরূপ হবে আবহাওয়া। পূর্বাভাস আগেই দিয়েছে হাওয়া অফিস। শনিবারেই বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে, তা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। রাজ‍্যে পঞ্চমী থেকেই দুর্যোগের সম্ভাবনা। কিছুক্ষণের মধ‍্যেই ঝেঁপে বৃষ্টি রাজ‍্যের ২ জেলায়।
advertisement
2/7
আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা। উত্তরের এই ২ জেলায় বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া।
advertisement
3/7
বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে বাতাস।
advertisement
4/7
প্রসঙ্গত, শনিবার সকালে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপ। এর প্রভাবে ওড়িশা, অন্ধপ্রদেশে তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলেও ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
advertisement
5/7
পুজোর মধ্যেই আবার নিম্নচাপ! আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা ১ল অক্টোবর নবমীর দিন। পরপর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে পঞ্চমীর দিন ভারী বৃষ্টি।
advertisement
6/7
নবমীর রাত থেকে দশমী ভাসতে পারে কলকাতা-সহ বাংলার বেশ কিছু জেলা। একইসঙ্গে সমুদ্রে উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
7/7
আগামী পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া জেলাতে। কলকাতাতেও মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rainfall and Thunderstorm: এখুন ঝেঁপে আসছে বৃষ্টি, উঠবে ঝড়! ঠাকুর দেখতে যাওয়ার আগে সঙ্গে রাখুন ছাতা, ২ জেলায় তাণ্ডবের পূর্বাভাস দিল হাওয়া অফিস