Weather Update: বুধবারের মধ্যেই আসছে...প্রবল বৃষ্টি, বাড়বে ঝড়ের দাপট, একাধিক জেলায় দুর্যোগ! বর্ষা নিয়েও বড় আপডেট দিল হাওয়া অফিস
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Weather Update: বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলছে বঙ্গ জুড়ে। তাতেও কমছে না গরম। রোদের তেজে ঝলসে যাচ্ছে চারপাশ। বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
1/7

বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলছে বঙ্গ জুড়ে। তাতেও কমছে না গরম। রোদের তেজে ঝলসে যাচ্ছে চারপাশ। বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আর তাতেই মিলতে পারে কিছুটা স্বস্তি। ভ্যাপসা অস্বস্তিকর আবহাওয়া রয়েছে জেলা পুরুলিয়াতেও।
advertisement
2/7
এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
advertisement
3/7
দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়ায়। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
advertisement
4/7
ঝড়বৃষ্টির পাশাপাশি বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। উপকূলবর্তী এলাকায় ঝড়ের দাপট আরও বাড়তে পারে। কোথাও কোথাও হলুদ সর্তকতা ও জারি করা হয়েছে।
advertisement
5/7
উল্টোদিকে বৃষ্টির প্রভাব কিছুটা কমতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। গোটা সপ্তাহ জুড়ে চলবে এই বৃষ্টি।
advertisement
6/7
ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের একাধিক জেলায়। তার উপর এই সপ্তাহেই বঙ্গে বৃষ্টি প্রবেশ করছে। যার ফলে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে। একটানা বৃষ্টির ফলে বেশ অনেকটাই স্বস্তি মিলবে, এমনটাই আশাবাদী আবহাওয়াবিদরা।
advertisement
7/7
বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসার পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে। ওড়িশার কিছু অংশে অগ্রগতি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ওড়িশা ও ছত্তিশগড়ের আরও কিছু অংশে এবং আগামী দুই-তিন দিনে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড গুজরাটের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: বুধবারের মধ্যেই আসছে...প্রবল বৃষ্টি, বাড়বে ঝড়ের দাপট, একাধিক জেলায় দুর্যোগ! বর্ষা নিয়েও বড় আপডেট দিল হাওয়া অফিস