Weather Update: ঘূর্ণাবর্ত সঙ্গী নয়া নিম্নচাপ, ঝোড়ো দামাল হাওয়া উত্তর থেকে দক্ষিণে, হঠাৎ-হঠাৎ ভারী বৃষ্টি, ২৪ ঘণ্টায় বাড়বে দাপট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Weather Update: উত্তরবঙ্গের জেলাগুলিতে জোর বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দফতর
advertisement
1/9

উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত। বিহার থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা। যা অসম ও উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। পুরুলিয়ার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি জারি। কেমন থাকবে আবহাওয়া? আপডেট দিলেন হাবিবুর রহমান বিশ্বাস, অধিকর্তা, আলিপুর আবহাওয়া দফতর। Photo Courtesy- Meta AI
advertisement
2/9
আগামী তিনদিন দক্ষিণবঙ্গে ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। অগাস্টের শুরুতেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আরও একটা স্পেলে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
3/9
আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান ও বীরভূমে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে।
advertisement
4/9
মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
advertisement
5/9
নিম্নচাপ সরছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে। বেশ কিছু জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
advertisement
6/9
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। আর অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।
advertisement
7/9
সোমবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কালিম্পং, দক্ষিন দিনাজপুর এবং মালদাতে।কয়েকদিন ধরেই হাঁসফাঁস গরমে নাজেহাল দশা হয় রাজ্যবাসীর। তবে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ফলে ওই এলাকায় একটি নিম্নচাপ অঞ্চলও ঘনীভূত হচ্ছে। এসবের জেরে ফের ঝড়বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে।
advertisement
8/9
সব জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
advertisement
9/9
উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এ সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: ঘূর্ণাবর্ত সঙ্গী নয়া নিম্নচাপ, ঝোড়ো দামাল হাওয়া উত্তর থেকে দক্ষিণে, হঠাৎ-হঠাৎ ভারী বৃষ্টি, ২৪ ঘণ্টায় বাড়বে দাপট