Weather Update: শ্রাবণে ছন্দে বর্ষা! সারাদিন অবিরাম হালকা-মাঝারি বৃষ্টিতে ভাসবে দক্ষিণের জেলা
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Weather Update: অবশেষে বৃষ্টি ছন্দে ফিরছে বর্ষা, কয়েকদিন বৃষ্টির আভাস মেঘলা আকাশ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ঝড়ো হওয়ার দাপট, আগামী কয়েক দিন চলবে বলে জানা গেছে।
advertisement
1/6

অবশেষে জেলাবাসীর জন্য স্বস্তির বৃষ্টি। বাংলা জুড়ে মানুষের কাছে আষাঢ় মানে বর্ষার শুরু আর শ্রাবণ মাসে লাগামহীন বৃষ্টি। কিন্তু এবার দক্ষিণবঙ্গ জুড়ে অন্য ছবি। শ্রাবণ মাসেও বিরামহীন টানা গরম।
advertisement
2/6
অন্যান্য বছর এ সময়ে বৃষ্টিতে অসহ্য হয়ে পড়ে মানুষ। কিন্তু এবার চাতকের মত বৃষ্টির অপেক্ষায় মানুষ। জল শূন্য হয়ে পড়েছে পুকুর খাল বিল, জল নেই চাষের জমিতে। বর্ষার ধান রোপণে সমস্যা দেখা দিয়েছে। বৃষ্টির অভাবে শুকিয়ে পড়েছে বীজ বপণের গাছ।
advertisement
3/6
বুধবার গভীর রাত থেকে টানা বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এই বৃষ্টির রেশ থাকতে পারে আগামী কয়েকদিন। এই নিম্নচাপের প্রভাবে কৃষি কাজে কিছুটা চাহিদা মেটাতে পারে জলের। বর্ষার শুরু থেকে বৃষ্টির হাহাকার।
advertisement
4/6
দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বর্ষার শুরু থেকেই বৃষ্টির ঘাটতি। যদিও উত্তরবঙ্গে মরশুমের শুরু থেকে অতিবৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির কারণ মৌসুমী বায়ু প্রবেশ না করা। এর ফলে চাষবাসের ব্যাপক ক্ষতি। বিশেষ করে ধান ও পাট চাষের ক্ষেত্রে বেশি সমস্যা।
advertisement
5/6
যদিও এই আবহাওয়ার খামখেয়ালিপনা চলতে পারে এক টানা কয়েক মাস। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আগমী বছরের প্রথম দিক পর্যন্ত থাকতে পারে এই রেশ। ফলে এবছর মোটামুটি দক্ষিণ বঙ্গ জুড়ে বৃষ্টির ঘাটতি থাকতে পারে।
advertisement
6/6
বুধবার মধ্যরাত থেকে দমকা বৃষ্টি সকালে ঝির ঝিরে থেকে হালকা মাঝারি বৃষ্টি। বইছে দমকা হাওয়া সারা দিন মেঘলা আকাশ। বৃষ্টির রেশ থাকবে আগামী কয়েক দিন পর্যন্ত। বুধবার এবং বৃহস্পতিবার মেঘলা আকাশ বৃষ্টির রেশ থাকতে পারে। এই রেশ আগামী কয়েক দিন থাকতে পারে বলেই জানা গেছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: শ্রাবণে ছন্দে বর্ষা! সারাদিন অবিরাম হালকা-মাঝারি বৃষ্টিতে ভাসবে দক্ষিণের জেলা