Weather Update Loo Wind: রোদ তো নয়, যেন গনগনে আগুন জ্বলছে! ৪০-৪১-৪২? তাপমাত্রার সূচক কত জানেন? ভয় লাগবে শুনলে
- Reported by:Nayan Ghosh
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Weather Update Loo Wind: আবহাওয়ার ইনডেক্স বলছে, বেলা দুটো নাগাদ তাপমাত্রায় পারদ ছুঁতে পারে ৪৪ ডিগ্রিতে।
advertisement
1/5

দক্ষিণবঙ্গে পারদ ঊর্ধ্বমুখী। গরমে গলদঘর্ম অবস্থা সবার। এমন অবস্থায় কার্যত পুড়ছে পানাগড়-সহ গোটা পশ্চিম বর্ধমান জেলা। আবহাওয়া ইনডেক্স দিচ্ছে ভয়ঙ্কর পূর্বাভাস।
advertisement
2/5
চলতি সপ্তাহে ৪০ ডিগ্রির কোঠা পার করে গিয়েছে পানাগড়ের তাপমাত্রা। এদিন বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পরিবেশ বিজ্ঞানীদের। বেলা ১০'টা নাগাদই তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি।
advertisement
3/5
আবহাওয়াবিদদের আশঙ্কা, বুধবার ৪০ ডিগ্রি থেকে আরও অনেকটা দূরে যেতে পারে তাপমাত্রার পারদ। আবহাওয়ার ইনডেক্স বলছে, বেলা দুটো নাগাদ তাপমাত্রায় পারদ ছুঁতে পারে ৪৪ ডিগ্রিতে। আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়তে বাড়তে ৪৫-এর কোঠায় পৌঁছে যেতে পারে।
advertisement
4/5
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার তাপমাত্রা একটু কম থাকলেও শুক্রবার থেকে ফের অনেকটা বাড়বে। একই সঙ্গে ইউ.ভি সূচক রয়েছে উচ্চতম জায়গায়। ফলে রাস্তায় বের হলে খুব সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
5/5
শুধু পানাগড় নয়, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এবং দুর্গাপুরেও তাপমাত্রা ৪০ ডিগ্রির কোটা ছাড়িয়ে ৪১ ডিগ্রি, ৪২ ডিগ্রির কাছাকাছি থাকবে। ফলে পানাগড় যেমন তীব্র গরমে পুড়ছে, তেমনি ভয়ংকর রোদ-গরমে নাজেহাল দুর্গাপুর এবং আসানসোলও।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update Loo Wind: রোদ তো নয়, যেন গনগনে আগুন জ্বলছে! ৪০-৪১-৪২? তাপমাত্রার সূচক কত জানেন? ভয় লাগবে শুনলে