পুজোয় জোড়া ঘূর্ণাবর্ত! এসব জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, নবমী থেকে আরও ভয়ঙ্কর খেলা আবহাওয়ার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Durga PUja Weather Update: দক্ষিণবঙ্গে সেপ্টেম্বর মাসের বাকি কটা দিন বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
1/5

মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোসাগরে নিম্নচাপে পরিণত হবে। আগামিকাল এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৭ সেপ্টেম্বর সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। অষ্টমী থেকে নবমীর মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে।
advertisement
2/5
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে সেপ্টেম্বর মাসের বাকি কটা দিন বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
3/5
কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকবে। শনিবার ২৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। কলকাতা তে কয়েক পশলা বৃষ্টি মেঘলা আকাশ মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা।
advertisement
4/5
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে উপকূলের জেলায় ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
5/5
বুধবার থেকে আবহাওয়ার বদল হতে পারে। বুধবার বৃষ্টি বাড়তে পারে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার এর মধ্যে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে বেশ কিছু এলাকায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
পুজোয় জোড়া ঘূর্ণাবর্ত! এসব জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, নবমী থেকে আরও ভয়ঙ্কর খেলা আবহাওয়ার