TRENDING:

নিম্নচাপের চোখ রাঙানি শেষ? জেনে নিন দিঘার লেটেস্ট ওয়েদার আপডেট

Last Updated:
এদিকে আবাহওয়ার পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ আস্তে আস্তে স্থলভাগেও প্রবেশ করতে শুরু করেছে।
advertisement
1/5
নিম্নচাপের চোখ রাঙানি শেষ? জেনে নিন দিঘার লেটেস্ট ওয়েদার আপডেট
মেঘমুক্ত আকাশ। সৈকত ছেড়ে তাই সমুদ্রের কাছাকাছি ছুটে যাচ্ছেন পর্যটকরা। কেউ কেউ আজ আবার দেশের পতাকা হাতে নিয়ে সৈকতে ছুটোছুটিও শুরু করেছেন। আজ ১৫ আগষ্ট, স্বাধীনতা দিবসের দিন রীতিমতো পর্যটকে পরিপূর্ণ সৈকত শহর দিঘা।
advertisement
2/5
গত দু’দিন ধরে নিম্নচাপের দুর্যোগের ধাক্কায় এক প্রকার হোটেল বন্দি হয়ে পড়েছিলেন বেশিরভাগ পর্যটক। বাইরে থেকে আসা পর্যটকদের মনে আশঙ্কা ছিল আজও কি ঘরবন্দি থাকতে হবে?
advertisement
3/5
তবে আজ সকাল থেকে মেঘমুক্ত পরিস্কার আকাশ ধরা পড়েছে দিঘায়। তাই সকাল থেকেই দিঘা জুড়ে খুশির ছবি, খুশি দিঘায় আসা পর্যটকরা।
advertisement
4/5
যদিও গতকাল জোয়ারের জেরে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা গিয়েছিল দিঘায়৷ সমুদ্রের বড়বড় ঢেউ আর জলোচ্ছ্বাস আছড়ে পড়েছিল সিবিচের গার্ডওয়ালে। সেই সময়ও বৃষ্টি মাথায় নিয়ে, বৃষ্টিতে ভিজতে ভিজতে পর্যটকদের উল্লাসও চোখে পড়েছিল দিঘার সমুদ্র সৈকতে।
advertisement
5/5
এদিকে আবাহওয়ার পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ আস্তে আস্তে স্থলভাগেও প্রবেশ করতে শুরু করেছে। এর জেরে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে সোমবারও বৃষ্টি হবে, তবে রবিবারের থেকে অবস্থার উন্নতি হবে বলে জানানো হয়েছে৷ এই নিম্নচাপের জেরে মূলত প্রবল বৃষ্টি হবে ওড়িশা ও অন্ধ্রে৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
নিম্নচাপের চোখ রাঙানি শেষ? জেনে নিন দিঘার লেটেস্ট ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল