TRENDING:

Weather Update IMD: ধেয়ে আসছে...! আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ১১ জেলা কাঁপাবে বজ্রবিদ্যুৎ-ঝড়-বৃষ্টি! কী হবে কলকাতায়? মাটি হবে পুজোর বাজার? জানিয়ে দিল IMD

Last Updated:
Weather Update IMD: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। বিহার ও সংলগ্ন ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।
advertisement
1/16
ধেয়ে আসছে...! আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ১১ জেলা কাঁপাবে ঝড়-বৃষ্টি! কী হবে কলকাতায়?
ফের আবহাওয়ার উল্টো গতি। অস্বস্তিকর প্যাঁচপ্যাঁচে গরম ও আদ্রতার মধ্যেই এবার ফের বৃষ্টির খবর দক্ষিণ থেকে উত্তরে। একাধিক সিস্টেমের জেরে মোড় ঘুরছে আবহাওয়ার।
advertisement
2/16
আবহাওয়ার সিস্টেম:উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। বিহার ও সংলগ্ন ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।
advertisement
3/16
আজ রবিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
4/16
উত্তরবঙ্গে আজ, রবিবার দার্জিলিংয়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। অতিভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা।
advertisement
5/16
দক্ষিণবঙ্গে সকাল থেকেই গরম ও অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। মূলত মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস বেশীরভাগ জেলাতেই।
advertisement
6/16
সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/16
রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে।
advertisement
8/16
সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
9/16
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার আবহাওয়া:চলতি বছরে প্রচুর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম বাদ যায়নি। সামান্য বিরতিতে অবশেষে রোদের দেখা মিললেও, ঠিক পুজোর আগেই বৃষ্টি যেন ফের একটা বাধা হতে চলেছে উৎসবের আমেজে? জেনে নিন এই তিন জেলার আবহাওয়া।
advertisement
10/16
গত শুক্রবার হলুদ সতর্কতা ছিল বাঁকুড়ায়। পূর্বাভাস বলছে বিক্ষিপ্তভাবে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায়। এছাড়াও বিকেলেও রয়েছে বৃষ্টির সম্ভবনা। সন্ধ্যার পরে রাতের দিকে রয়েছে বজ্রবিদ্যুৎ-বৃষ্টিপাতের সম্ভাবনা। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে ৯৬ শতাংশ। দিনের দৈর্ঘ্য ১২ ঘন্টা ২৪ মিনিট এবং বায়ুর গুণগতমান গ্রহণযোগ্য মাত্রার অনেকটাই উপরে, যা ৪৫।
advertisement
11/16
পুরুলিয়া জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে ৯৬ শতাংশ হতে পারে। দিনের দৈর্ঘ্য ১২ ঘন্টা ২৩ মিনিট হওয়ার সম্ভাবনা।
advertisement
12/16
বাঁকুড়া পুরুলিয়ার মতই ঝাড়গ্রাম একটি জঙ্গলমহল অধ্যুষিত জেলা। তুলনামূলকভাবে নতুন এই জেলায় আবহাওয়া অনেকটাই একই রকম। বাঁকুড়া পুরুলিয়ার মতই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানেও তবে সেটা সন্ধ্যে এবং বিকেলের দিকে।
advertisement
13/16
কলকাতার আবহাওয়া:রবিবার সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশী। রবিবার থেকে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
14/16
আজ মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
advertisement
15/16
কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা:রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
16/16
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৪ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ০.৫ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update IMD: ধেয়ে আসছে...! আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ১১ জেলা কাঁপাবে বজ্রবিদ্যুৎ-ঝড়-বৃষ্টি! কী হবে কলকাতায়? মাটি হবে পুজোর বাজার? জানিয়ে দিল IMD
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল