TRENDING:

Low Pressure: ফের নিম্নচাপ, সাগর থেকে হু হু করে ঢুকবে প্রচুর জলীয় বাস্প! ১ ঘণ্টার মধ‍্যেই ঝেঁপে বৃষ্টি রাজ‍্যের ৬ জেলায়, বইবে ঝোড়ো হাওয়া, কতদিন চলবে দুর্যোগ?

Last Updated:
Low Pressure Rainfall and Thunderstorm: ফের তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বঙ্গজুড়ে অব‍্যাহত বর্ষা।
advertisement
1/6
ফের নিম্নচাপ! ১ ঘণ্টার মধ‍্যেই ঝেঁপে বৃষ্টি রাজ‍্যের ৬ জেলায়, বইবে ঝোড়ো হাওয়া
ফের তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বঙ্গজুড়ে অব‍্যাহত বর্ষা। আগামী ঘণ্টাখানেকের মধ‍্যেই বৃষ্টি হতে চলেছে রাজ‍্যের ছয় জেলায়। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া, জানাল আবহাওয়া দফতর।
advertisement
2/6
দক্ষিণ চব্বিশ পরগণা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এবং মালদা জেলাতে বৃষ্টির পূর্বাভাস জানাল হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দু-এক জেলায় বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে বাতাস।
advertisement
3/6
অন‍্যদিকে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে এটি স্থলভাগে প্রবেশ করবে আগামী দুই দিনে। এর সরাসরি প্রভাব না থাকলেও প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। এই নিম্ন চাপের টানে বাংলা ছেড়ে ওড়িশায় এখন মৌসুমী অক্ষরেখা।
advertisement
4/6
আবহাওয়া দফতরের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য বাংলার উপকূলে কোনও সতর্কবার্তা নেই। তবে মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্র উপকূলের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ১৫ অগাস্ট শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
5/6
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার এবং শনিবার বৃষ্টি কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
advertisement
6/6
বৃহস্পতিবার কলকাতা-সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কয়েক পশলা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া জেলাতে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে অস্বস্তি ভোগাবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Low Pressure: ফের নিম্নচাপ, সাগর থেকে হু হু করে ঢুকবে প্রচুর জলীয় বাস্প! ১ ঘণ্টার মধ‍্যেই ঝেঁপে বৃষ্টি রাজ‍্যের ৬ জেলায়, বইবে ঝোড়ো হাওয়া, কতদিন চলবে দুর্যোগ?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল