Weather update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, কবে কোথায় বৃষ্টি?
- Published by:Ratnadeep Ray
 - news18 bangla
 
Last Updated:
Weather update: শুক্রবার ১৯ শে জুলাই থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। কবে, কোথায়, কেমন বৃষ্টিপাত হবে দেখে নিন।
advertisement
1/5

বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে। পুরীতে স্থলভাগে ঢুকে ছত্রিশগড়ের দিকে চলে যাবে নিম্নচাপ। ফলে একুশে জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। শনিবার ও সোমবার দু’দিন বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
2/5
শুক্রবার দুপুরে নিম্নচাপটির অবস্থান পুরী থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ছিল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ৪৫ থেকে ৫৫ এমনকী সর্বোচ্চ ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের উপকূল-সহ উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
advertisement
3/5
শুক্রবার ১৯ শে জুলাই থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি-সহ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলার বেশিরভাগ অংশে বৃষ্টি হবে।
advertisement
4/5
শনিবার কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়।
advertisement
5/5
একুশে জুলাই অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত মেঘলা আকাশ এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। বজবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। এর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, কবে কোথায় বৃষ্টি?