TRENDING:

South 24 Parganas: দুর্ঘটনার কবলে রেশনের চাল বোঝাই লরি! রাস্তায় ছড়িয়ে বস্তা, আনা হল ক্রেন, ঘটনাস্থলের ছবি দেখুন

Last Updated:
Fraserganj: ফ্রেজারগঞ্জে রাস্তার পাশে বস্তা বস্তা রেশনের চাল পড়ে কেলেঙ্কারি কাণ্ড। নামখানা থেকে বকখালির দিকে যাওয়ার পথে রেশনের চাল বোঝাই লরি উলটে যায়। এলাকায় ভিড় জমিয়েছেন স্থানীয়রা।
advertisement
1/6
দুর্ঘটনার কবলে রেশনের চাল বোঝাই লরি! রাস্তায় ছড়িয়ে বস্তা, আনা হল ক্রেন
ফ্রেজারগঞ্জে রাস্তার পাশে বস্তা বস্তা রেশনের চাল পড়ে কেলেঙ্কারি কাণ্ড। দুর্ঘটনার জেরে রেশনের চালের বস্তা বোঝাই লরি উলটে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। যা দেখতে ভিড় করেন স্থানীয়রা। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ১১৭ নম্বর জাতীয় সড়কের দোতলা বাড়ি বাস স্টপেজের কাছে এই ঘটনা ঘটে। যার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বর্তমানে চালের বস্তা সরানো হয়েছে।
advertisement
3/6
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর রেশনের চালের বস্তা বোঝাই করে একটি লরি নামখানার দিক থেকে বকখালির দিকে যাচ্ছিল। লরিটি দোতলা বাড়ি বাস স্টপেজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।
advertisement
4/6
পরে ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তবে গুরুতর আহত হননি তিনি।
advertisement
5/6
এই ঘটনার পর লরিটিকে সরানোর চেষ্টা করা হয়। ঘটনার পর স্থানীয়রা সেখানে ছুটে আসেন। তারাই সব কিছু উদ্ধার করে। লরিটিকে সরাতে আনা হয় ক্রেন।
advertisement
6/6
বর্তমানে লরিটিকে রাস্তার পাশে নিয়ে যাওয়া হয়েছে। চালের বস্তা মিলিয়ে দেখা হচ্ছে। পুলিশ সমস্ত কিছু নিরাপদে পৌঁছে দেবে বলে বলে জানা গিয়েছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas: দুর্ঘটনার কবলে রেশনের চাল বোঝাই লরি! রাস্তায় ছড়িয়ে বস্তা, আনা হল ক্রেন, ঘটনাস্থলের ছবি দেখুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল