Weather Update: রেহাই নেই উত্তরবঙ্গের! ভারী বৃষ্টি, বন্যা এবং ধস নামতে পারে এসব জেলায়, বিপদ কলকাতা-সহ দক্ষিণেও
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Weather Update: নিম্নচাপ শক্তি হারিয়ে উত্তর বিহারে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তবে তার প্রভাবে আজও বাংলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গে, আজও দুর্যোগের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়।
advertisement
1/6

নিম্নচাপ শক্তি হারিয়ে উত্তর বিহারে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তবে তার প্রভাবে আজও বাংলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গে, আজও দুর্যোগের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। মৎস্যজীবীদের আজও উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
2/6
রবিবারও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ায় দুর্যোগ বেশি হবে আলিপুরদুয়ার জেলায়। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এই জেলাতে। অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে।
advertisement
3/6
উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই। শুধু রবিবারই নয়, সোমবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
advertisement
4/6
সেই সঙ্গে সিকিম, উত্তরবঙ্গ, অসম এবং মেঘালয়ে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। নদীর জলস্থল বাড়বে এবং কিছু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/6
দক্ষিণবঙ্গেও আজ মূলত মেঘলা আকাশ, ভারী বৃষ্টি উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সারাদিনে কয়েক পশলা হতে পারে, তবে অন্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী দু'দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে।
advertisement
6/6
শুধুমাত্র স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। মেঘলা আকাশ, মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: রেহাই নেই উত্তরবঙ্গের! ভারী বৃষ্টি, বন্যা এবং ধস নামতে পারে এসব জেলায়, বিপদ কলকাতা-সহ দক্ষিণেও