Weather Update: আবার ফিরেছে শীত! কতদিন থাকবে? কী হবে সরস্বতী পুজোতে? বৃষ্টি নিয়ে বড়সড় আপডেট হাওয়া অফিসের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
হঠাৎ করেই আবারও শীতের আমেজ উপভোগ করা যাচ্ছে।
advertisement
1/8

হঠাৎ করেই আবারও শীতের আমেজ উপভোগ করা যাচ্ছে। রাজ্য জুড়ে আরও এক দফা শীতের দাপট চলবে। ফের তাপমাত্রার পতন হতে দেখা যাচ্ছে। জেলা পুরুলিয়াতে ও তাপমাত্রার পারদ বিগত দিনের তুলনায় অনেকখানি কমে গিয়েছে। হঠাৎই হু হু করে পতন হচ্ছে তাপমাত্রার।
advertisement
2/8
শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে জেলার উপর দিয়ে। এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। তাপমাত্রার পারদ এক ঝটকা অনেকখানি কমে যাওয়ার কারণে শীতের আমেজ আরও একবার উপভোগ করতে পারছে জেলার মানুষ।
advertisement
3/8
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ শেষবারের মত উপভোগ করতে পারবে দক্ষিণবঙ্গবাসী। রাজ্যে উত্তর-পশ্চিমী বায়ু ঢুকছে। এর জেরেই কমছে তাপমাত্রা। সরস্বতী পুজোতেও থাকবে শীতের প্রকোপ।
advertisement
4/8
শনিবার দক্ষিণবঙ্গের ৬ জেলা বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে শৈত্য প্রবাহের সতর্কতাজারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। যদিও আর বেশিদিন স্থায়ী হবে না শীত বলেই জানা গিয়েছে।
advertisement
5/8
সরস্বতী পুজোর পর থেকে ধীরে, ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আগামী সপ্তাহ থেকে ফের ভোলবদল করতে পারে আবহাওয়া বলে পূর্বাভাস মিলেছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
6/8
অপরদিকে উত্তরে জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তন হতে দেখা যাবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে, বিশেষত দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনও জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরে। কুয়াশার দাপট থাকবে উত্তরের জেলাগুলিতে।
advertisement
7/8
এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনও জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহ থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরে। কুয়াশার দাপট থাকবে উত্তরের জেলাগুলিতে।
advertisement
8/8
শীত যেন বিদায় নিয়েও পুরোপুরি বিদায় নিচ্ছে না রাজ্য থেকে। কোথাও না কোথাও শীতের আমেজ ঘুরে ফিরে উপভোগ করতে পারছে দক্ষিণের মানুষ। এক ঝটকায় অনেকখানি বদলেছে আবহাওয়া। শীতের শেষ ইনিংসে কাবু বঙ্গবাসী।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: আবার ফিরেছে শীত! কতদিন থাকবে? কী হবে সরস্বতী পুজোতে? বৃষ্টি নিয়ে বড়সড় আপডেট হাওয়া অফিসের