TRENDING:

South Bengal Weather Report: বড়দিনের পরেই আবহাওয়ার বিরাট পরিবর্তন, জেনে নিন ওয়েদারের মেগা আপডেট

Last Updated:
Purulia News :শীত পড়তে না পড়তেই ফের আবহাওয়া পরিবর্তনের বিরাট ইঙ্গিত । কেমন থাকছে জেলা পুরুলিয়া!
advertisement
1/5
বড়দিনের পরেই আবহাওয়ার বিরাট পরিবর্তন, জেনে নিন ওয়েদারের মেগা আপডেট
রাজ্যে বেশ কিছুদিন জাঁকিয়ে পড়েছিল শীত। ঠাণ্ডায় কাবু হয়েছিল দক্ষিণবঙ্গের মানুষ। বড়দিনের উৎসবে মেতে উঠতে না উঠতেই কার্যত বিদায় নিতে শুরু করেছে শীত। ‌দক্ষিণের পুরুলিয়া জেলার চিত্রটাও একই রকম। কনকনে শীতের আনন্দ উপভোগ করার মাঝেই কিছুটা ছন্দপতন হয়েছে পুরুলিয়া জেলাতেও। (রিপোর্টার-শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/5
বড়দিনের দিন অনেকখানি কম ছিল তাপমাত্রা পারদ। এইদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে  ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে। ধীরে , ধীরে তাপমাত্রার পারদ বাড়তে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
advertisement
3/5
হঠাৎ করেই দক্ষিণবঙ্গ থেকে কার্যত উধাও হয়েছে শীত। দক্ষিণবঙ্গ থেকে রীতিমত শীতের দাপট কমেছে। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কম থাকায় শীতের আমেজ চুটিয়ে উপভোগ করতে পারছে না দক্ষিণবঙ্গের মানুষ। দক্ষিণের পুরুলিয়া , বাঁকুড়া , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, মেদিনীপুর‌ , বীরভূম , জেলাগুলিতে ঠাণ্ডার দাপট বেশ খানিকটা কমেছে বিগত দিনের তুলনায়। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
4/5
উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বিশেষ কোন পরিবর্তন হয়নি। এখনও পর্যন্ত উত্তরবঙ্গে তীব্র ঠাণ্ডার দাপট রয়েছে। আপাতত উত্তরের জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই রকম থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।
advertisement
5/5
এবছর বঙ্গে দেরিতে শীত এসেছে। শীতের আমেজে গা ভাসাতে না ভাষাতেই বড়দিন এর পরেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে। পিকনিকের মুরশুমে দক্ষিণের জেলাগুলিতেকমেছে ঠান্ডার দাপট কমেছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South Bengal Weather Report: বড়দিনের পরেই আবহাওয়ার বিরাট পরিবর্তন, জেনে নিন ওয়েদারের মেগা আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল