TRENDING:

South Bengal Weather: ঘন কালো আকাশ, সাদা হয়ে যাচ্ছে মাঠ-ঘাট, মুষলধারা বৃষ্টিতে বিরাট ক্ষতির আশঙ্কা, কী হবে দক্ষিণবঙ্গে?

Last Updated:
স্বাভাবিকভাবে যখন এই মরশুমে ব্যাপক ধান চাষ করে চাষিরা কিছুটা আশার আলো দেখেছিলেন সেখানে সব আশা কার্যত হতাশায় পরিণত করেছে এই কালবৈশাখীর বৃষ্টি।
advertisement
1/7
ঘন কালো আকাশ,সাদা হচ্ছে মাঠ-ঘাট,মুষলধারা বৃষ্টিতে বিরাট ক্ষতির আশঙ্কা,কী হবে দক্ষিণবঙ্গে?
গ্রীষ্মকাল এখনও শুরু হয়নি। সবে বসন্ত চলছে। তবে এই বসন্তের পাতা ঝরা মরশুমে বেশ কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জায়গায় কালবৈশাখীর দাপট। শুধু কালবৈশাখীর ঝড় কিংবা বৃষ্টি নয় সঙ্গে শিলাবৃষ্টিও। কখনও চন্দ্রকোনা, কখনও খড়গপুর, কখনও আবার দাঁতনের বিস্তীর্ণ এলাকায় শিলা বৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির সঙ্গে ঝড় বৃষ্টির তাণ্ডব। স্বাভাবিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা চাষে। যে চাষই ভরসা সাধারণ মানুষের বার্ষিক রুটি রুজির, সেই চাষ কার্যত নষ্ট করে দিয়েছে বেশ কিছুক্ষণের শিলাবৃষ্টি। (রঞ্জন চন্দ)
advertisement
2/7
প্রসঙ্গত চলতি মরশুমে, সাধারণ কৃষকেরা ব্যাপক ধান চাষ করেছেন। বিস্তীর্ণ এলাকায় হয়েছে এই চাষ। তবে শুক্রবার বিকেলে দাঁতন থানার একাধিক জায়গায় শিলাবৃষ্টির দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে বিঘার পর বিঘা ধান চাষের জমি। বড় বড় বরফের টুকরোর দাপটে ভেঙ্গে গিয়েছে ধানের চারা গাছ। স্বাভাবিকভাবে এই মরশুমে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের। যদিও সেই ক্ষতির পরিমাণ এখনও পরিমাপ করা সম্ভব হয়নি।
advertisement
3/7
হাওয়া অফিসের পূর্বাভাস মতই শুক্রবার দুপুর থেকেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। বিকেল গড়াতে জেলার বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমানা এলাকা দাঁতনের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টি এবং সঙ্গে শিলাবৃষ্টিও হয়। স্বাভাবিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
advertisement
4/7
শুক্রবার বিকেলে শুরু হয় ঝড়-বৃষ্টি ব্যাপক শিলা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন কৃষককূল। চলতি সপ্তাহের শুরুতে প্রবল ঝড় বৃষ্টির কারণে খড়গপুর নারায়ণগড় সহ একাধিক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে এবার সপ্তাহের শেষেও একই অবস্থা।
advertisement
5/7
টানা এক সপ্তাহ ধরে ঝড়-বৃষ্টির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত চাষিরা। সবই ধান ধরার সময়ে নষ্ট গাছগুলি। এক সপ্তাহে বিপর্যয়ের পর বিপর্যয়। শুধু তাই নয় এদিন আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় ঝড়ে ভেঙেছে গাছের ডাল। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে ধানের গাছ। শুধু তাই নয় বাড়িঘরেরও ক্ষতি হয়েছে।
advertisement
6/7
স্বাভাবিকভাবে যখন এই মরশুমে ব্যাপক ধান চাষ করে চাষিরা কিছুটা আশার আলো দেখেছিলেন সেখানে সব আশা কার্যত হতাশায় পরিণত করেছে এই কালবৈশাখীর বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, বিভিন্ন জায়গায় চলছে শিলাবৃষ্টির দাপট।
advertisement
7/7
ধান চাষের মাঠ সাদা বরফে ঢেকে গিয়েছে। স্বাভাবিকভাবে সরকারের সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। কীভাবে যোগাবেন সারা বছরের খাবার সে প্রশ্ন এখন সকলের মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South Bengal Weather: ঘন কালো আকাশ, সাদা হয়ে যাচ্ছে মাঠ-ঘাট, মুষলধারা বৃষ্টিতে বিরাট ক্ষতির আশঙ্কা, কী হবে দক্ষিণবঙ্গে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল