Weather Update: বিকেলেই ধেয়ে আসছে কালবৈশাখী! বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার তাণ্ডবে কাঁপবে দক্ষিণের এই জেলা, আবহাওয়ার বড় আপডেট
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী প্রতিদিনই বদলাচ্ছে বঙ্গের আবহাওয়া।
advertisement
1/11

দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ সকাল থেকে মেঘলা। বিকেলের পর কালবৈশাখীর ঝড়বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকেই বদলাবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। চলতি সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে বাড়ছিল তাপমাত্রা।
advertisement
2/11
এমনকি উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই তাপমাত্রার পারদ প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। আবার কোনও কোনও জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। রাজ্যজুড়ে বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলির তাপমাত্রা অনেকটাই বেশি।
advertisement
3/11
অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, রবিবারের পর থেকে আবহাওয়া বদল এর সম্ভাবনা। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির কথা জানিয়েছ হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমান বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া।
advertisement
4/11
ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী প্রতিদিনই বদলাচ্ছে বঙ্গের আবহাওয়া। একদিকে যেমন তাপপ্রবাহের সতর্কতা। অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিরও সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
5/11
শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ। শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শনিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
6/11
দিঘার আবহাওয়া অফিস জানাচ্ছে বিকেলের পর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখীর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
7/11
দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় তাপমাত্রা কয়েক দিন ধরেই বৃদ্ধি পাচ্ছে। শেষ ২৪ ঘন্টায় দিঘার আবহাওয়া ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
8/11
এদিন অর্থাৎ ১৮ মে শনিবার দিঘার আবহাওয়া থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন বিকেলের পর দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
9/11
প্রসঙ্গত চলতি বছর সময়ের আগেই ভারতবর্ষের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করছে। অন্যদিকে দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘূর্ণবাত সার্কুলেশনের কথা। যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
10/11
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বদলাচ্ছে আবহাওয়া। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
11/11
সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। আবারও বাড়তি থাকা গরম থেকে স্বস্তি পাবে সাধারণ মানুষও।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: বিকেলেই ধেয়ে আসছে কালবৈশাখী! বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার তাণ্ডবে কাঁপবে দক্ষিণের এই জেলা, আবহাওয়ার বড় আপডেট